https://youtu.be/7IYuRY2p95M?si=JspCkDWAHRUvy_X9
ক্রাইম রিপোর্টার: মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।
সাতক্ষীরা ভোমরা স্থলবন্দরে হিন্দু সম্প্রদায়ের মন্দির পাহারা দিচ্ছেন জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। গত মঙ্গলবার সন্ধ্যা থেকে পালা করে দিনরাত পাহারা দিচ্ছেন তারা এবং ভোমরা স্থল বন্দরে ব্যবসায়াদের নিরাপত্তা ও সুষ্ঠুসুন্দরভাবে ব্যবসা পরিচালনা করতে পারে সীমান্তের অতন্দ্র প্রহির হিসাবে কাজ করে যাচ্ছে জামাত শিবিরের নেতা কর্মীরা।
জামাতের কর্মীরা বলেন, হিন্দু সম্প্রদায়ের লোকজনের পাশে জামায়াত রয়েছে। জামায়াত মনে করে সংখ্যালঘু বলে দেশে কিছু নেই। সবাই দেশের নাগরিক। আমরা তাদের এই আশ্বাস দিচ্ছি যে হিন্দু সম্প্রদায়ের লোকজনের পাশে আমরা রয়েছি। হিন্দু-মুসলিম আমরা সবাই ভাই ভাই আমরা দেশেরই নাগরিক। কোথাও যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে এজন্য আমরা সর্বদা প্রস্তুত রয়েছি এবং ভোমরা স্থল বন্দরে ব্যবসায়াদের নিরাপত্তা ও সুষ্ঠুসুন্দরভাবে ব্যবসা পরিচালনা করতে পারে সীমান্তের অতন্দ্র প্রহির হিসাবে কাজ করে যাচ্ছে জামাত শিবিরের নেতা কর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন, ভোমরা স্থলবন্দর শ্রমিক কল্যাণ ফেডারেশনের আহ্বায়ক ও জামাতের কর্মী লুতফার রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের বন্দর শাখার সাধারণ সম্পাদক আয়ুব হোসেন, জামাতের কর্মী আব্দুল শেখ, জামাতের কর্মী বাবুল হোসেন সহ আরো অনেকে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.