জিএমআবু জাফর (নিজেস্ব প্রতিনিধি) ফানুস নাট্যদল এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) জেলা শিল্পকলা একাডেমিতে বিকাল ৫ টায় ফানুস নাট্যদলের সভাপতি প্রতীক রূদ্র সভাপতিত্বে উপস্থিত ছিলেন দৈনিক পত্রদূতের নিজস্ব প্রতিনিধি মো ইব্রাহিম খলিল।
এসময় আরো উপস্থিত ছিলেন সহ সভাপতি প্রঙ্গা লাবনী, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক বাপ্পী হালদার, সাংস্কৃতিক সম্পাদক জান্নাতুন্নাহার, সদস্য প্রত্যাশা, আশিকুর, শ্বাশত সহ অন্যান্য শিল্পী ও কলাকুশলীরা।
বাংলার সংস্কৃতিকে প্রচার ও প্রসারের লক্ষ নিয়ে ফানুস নাট্যদল ২০১৮ সালের ১৬ই ডিসেম্বর সাতক্ষীরায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। নাট্যদল প্রতিনিয়তই নিজেদের বিভিন্ন কর্মকান্ডের মাধ্যমে বাংলার সংস্কৃতিকে তুলে ধরছে। এছাড়াও সংগঠনটি সামাজিক ও স্বেছাসেবীমূলক কর্মকান্ড পরিচালনা করে জেলা জুড়ে সুনাম অর্জন করেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.