সাতক্ষীরা পৌর ০৬ নং ওয়ার্ড দৌলতপুর গ্রামে ভেজাল তেল বিক্রির

- আপডেট সময় : ১০:১৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪ ১০৭ বার পড়া হয়েছে

ক্রাইম রিপোর্টার:
মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।
সাতক্ষীরা ০৬ নং ওয়ার্ড দৌলতপুর গ্রামে ভেজাল নারিকেল তেল বিক্রির সন্ধান পাওয়া যায়। ঘটনা স্থানে যাওয়ার পর, শনিবার (২৯ জুন ) সকালে সাতক্ষীরা পৌর সাত নম্বর ওয়ার্ড রইচপুর গ্রামে এলাকায় দেখা গেল ভেজাল নারিকেল তেল বিক্রির করেছেন। দৌলতপুর গ্রামের রিক্তা খাতুন নামে একজন হকার। রইচপুর গ্রামে বাসায় গিয়ে ভেজাল নারিকেল তেল পৌছায় দিচ্ছেন গ্রাম এলাকায়।
মূল্য তালিকা না থাকা ফিজিসিয়ান স্যাম্পল বিক্রি ও বিক্রয় দাম এক লিটার ১২০০টাকা হলে ও সুপার তেল মিশিয়ে ভেজাল নারকেল তেল তৈরি করে এক লিটার তেলের মূল্য ৬৫০টাকা বিক্রির অপরাধ দেখা গিয়েছে রইচপুর গ্রামে,
সকল ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা, নকল ও ভেজাল পণ্য বিক্রয় থেকে বিরত থাকা, নোংরা পরিবেশে খাবার দ্রব্য তৈরি না করা ও অবৈধ মজুদদারী করা থেকে বিরত থাকার নির্দেশনা।