মোঃ মহাসিন, খুলনা বিভাগীয়, প্রতিনিধি:
সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির ইলেকট্রিশিয়ানদের উদ্যোগে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ইলেকট্রিশিয়ানদের নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সকাল ১১টায় বাঁধন কমিউনিটি সেন্টার এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আফজাল হোসেন, সভাপতি, কেন্দ্রিয় কমিটি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শাহ্ মোঃ অহিদুজ্জামান শাহিন। বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন এ্যাডঃ মোঃ রফিকুল ইসলাম, সাধারন সম্পাদক, কেন্দ্রিয় কমিটি, ও মোঃ আলাউদ্দিন মিয়া, মোঃ নূরুল ইসলাম, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ বোরহান উদ্দীন, মোঃ সাইফুর রহমান শাহিন, মোঃ লিয়াকত হোসেন।
সভায় সাতক্ষীরার সকল উপজেলার প্রায় শতাধিক ইলেকট্রিশিয়ান অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, সংগঠনের ঐক্য ও সচেতনতা বৃদ্ধি পেলেই ইলেকট্রিশিয়ানদের সব ধরনের সমস্য ও প্রতিবন্ধকতা দূর করা সম্ভব হবে এবং তিনি আরও বলেন ইলেকট্রিশিয়ানদের পাশে থেকে তাদের অধিকার ও মর্যাদা রক্ষায় একসাথে কাজ করবেন।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মোঃ অলিউল্লাহ। অনুষ্ঠানটি সার্বিক আয়োজনে ছিলেন সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির ইলেকট্রিশিয়ানদের আহবায়ক মোঃ কবির হোসেন, ও মোঃ আতিয়ার রহমান, শ্যামল কুমার দে প্রমূখ।
এই ধরনের সভার মাধ্যমে ইলেকট্রিশিয়ানদের সেতুবন্ধন আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.