সাতক্ষীরা দেবহাটায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত।
মোঃ মেহেদী হাসান সাতক্ষীরা জেলা প্রতিনিধি
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বেলাল হোসেন নামের এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (২ মার্চ) বিকেলে উপজেলার নতুন বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন ইমন নামের অপর এক আরোহী।
নিহত বেলাল দেবহাটা থানা সদরের মোস্তফার ছেলে। আহত ইমন একই এলাকার শিক্ষক ওলিউল্লাহর ছেলে।
স্থানীয়রা জানান, দুই বন্ধু মোটরসাইকেল করে সাতক্ষীরার উদ্দেশ্য যাচ্ছিলেন। পথিমধ্যে উপজেলার নতুন বাজার এলাকায় পৌঁছালে একটি মোটর চালিত ভ্যানকে ওভারটেক করতে গিয়ে ধাক্কা খেয়ে পড়ে যায় তারা। এসময় পিছনে থাকা একটি ট্রাক তাদেরকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় বেলালের। আহত ইমনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
দেবহাটা থানার ওসি সেখ মাহামুদ হোসেন জানান, ঘাতক ট্রাক জব্দ করা হয়েছে। চালককে আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.