সাতক্ষীরা ডিবি পুলিশের পৃথক অভিযানে ২ব্যাবসায়ী নুরুজ্জামান ও অশোক আটক-২

- আপডেট সময় : ০৬:৪৭:২১ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫ ৭৩ বার পড়া হয়েছে

জুবায়ের বিনা আব্বাস দেবহাটা উপজেলা প্রতিনিধিঃ- সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে ২০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১৯ বোতল ভারতীয় মাদক কোরেক্স সিরাপ সহ দুই চিহ্নিত ব্যাবসায়ী আটক।
শুক্রবার (১৬ অক্টোবর) সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়া বাজার এলাকা থেকে ২০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ অশোক কে আটক করে। আটককৃত অশোক সরকার (৪০)। সে দেবহাটা সখিপুরের নারিকেলি গ্রামের সুপদ সরকারের ছেলে। এছাড়া গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে দেবহাটা থানাধীন সখিপুর এলাকা থেকে ডিবি পুলিশের একটি অভিযানে ১৯ বোতল ভারতীয় মাদক কোরেক্স সহ নুরুজ্জামান মোল্লা কে আটক করে।
আটককৃতের নুরুজ্জামান মোল্লা (৩৮) সে ওই উপজেলার খেজুরবাড়ীয়া গ্রামের মৃত অহিদ মোল্লা’র ছেলে। জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ ওসি নিজামউদ্দিন মোল্লা জানান, ডিবি পুলিশের এস আই হেমায়েত হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় গত বৃহস্পতিবার রাতে ১৯ বোতল কোরেক্সসহ এক জনকে এবং শুক্রবার বিকেলে অপর একটি অভিযানে ২০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আরও এক মাদক ব্যাবসায়ীকে আটক করাহয়। আটককৃত দু’জন চিহ্নিত মাদক ব্যাবসায়ী
তাদের নামে নিয়মিত মাদক মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান।