সাতক্ষীরা জেলা ব্যাপি ঔষধের দোকান বন্ধ রেখে ধর্মঘট সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা
- আপডেট সময় : ০৮:৫৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ ৮৮ বার পড়া হয়েছে

জি এম আব্বাস উদ্দীন সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ-বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে সাতক্ষীরা জেলার সকল উপজেলা শাখার কেমিস্টস্ সদস্যদের নিয়ে কেন্দ্রীয় কমিটির কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আগামী ৩রা নভেম্বর ২০২৫ সোমবার সারা বাংলাদেশ সহ সাতক্ষীরা জেলা ব্যাপি ঔষধের দোকান বন্ধ রেখে সকাল-সন্ধ্যা ধর্মঘট পালন সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৩০শে অক্টোবর দুপুরে সাতক্ষীরা জেলা কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নিজস্ব কার্যালয়ে জরুরী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আলহাজ্ব দ্বীন আলীর সভাপতিত্বে কেন্দ্রীয় কমিটির কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি সিদ্দিকুর রহমান, জেলা শাখার সদস্য বীর মুক্তিযোদ্ধা জালালউদ্দীন, রুোস্তম আলী, আবু হোসেন খোকন, শেখ রফিকুর রহমান মিন্টু, মিজানুর রহমান, কাজী ছামছুর রহমান, ফিরোজ আহমেদ বাচ্চু। সদর উপজেলা শাখার সভাপতি হামিদুল ইসলাম, সহ-সভাপতি আরিফুজ্জামান সদস্য আব্দুল্লাহ আল মামুন ও ডাঃ অহিদুজ্জামান। দেবহাটা উপজেলা শাখার সভাপতি দেব কুমার বিশ্বাস, সিনিয়র সহ-সভাপতি সহিদুল ইসলাম। উপস্থিত ছিলেন ধুলিহর বাজারের সভাপতি এস এম শওকত আলী, সদস্য কামরুজ্জামান, শিহাবউদ্দীন, নাজমুল হোসেন সহ জেলার সকল উপজেলা শাখার কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির সদস্যরা। উল্লেখ্য, বাংলাদেশ সরকার স্বীকৃতি জাতীয় সংগঠন বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি দেশের সকল জেলায় ঔষধ ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা ও জনগণ যাহাতে সঠিক ঔষধ সঠিক মূল্যে পায় এবং ঔষধ ব্যবসায়ীদের বিক্রয় কমিশন বৃদ্ধি করার জন্য সরকারের কাছে ও ঔষধ কোম্পানির নিকট সমিতি কিছু দাবী জানিয়ে আসছে কিন্তু কোন মহল থেকে এ বিষয় কোন প্রকার সহযোগিতা না পাওয়ায় কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি ঔষধের দোকান বন্ধ রেখে ধর্মঘট পালন করার সিদ্ধান্ত গ্রহণ করে। সরকার ও ঔষধ কোম্পানি সমিতির দাবী না মানলে পরবর্তীতে আরো বড় ধরনের ধর্মঘট পালন করার সিদ্ধান্ত নেওয়া হবে বলে সভায় আলোচনা হয়। সভায় আগামী ৩রা নভেম্বর সোমবার সারা দেশে সহ সাতক্ষীরা জেলায় ঔষধের দোকান বন্ধ রেখে সকাল-সন্ধ্যা ধর্মঘট পালন করা, সোমবার সকাল ১১ টায় সদর হাসপাতালের সামনের রাস্তায় মানববন্ধন, সকল উপজেলার ঔষধের দোকান বন্ধ রেখে ধর্মঘট ও মানববন্ধন, ২রা নভেম্বর ধর্মঘট বাস্তবায়নের লক্ষ্যে জেলা ও উপজেলার মাইকিং , ধর্মঘটের কর্মসূচির বিষয়ে প্রশাসন, প্রেসক্লাব, রাজনৈতিক নেতাদের অবহিত করা এবং ধর্মঘট বাস্তবায়ন তদারকির জন্য কমিটি গঠন করা হয়। ধর্মঘট চলাকালিন সময় জরুরী ঔষধ প্রয়োজনে সদর হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এবং লাবনী মোড়ে একটি করে ঔষধের দোকান খোলা রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।



















