সাতক্ষীরা জেলা প্রশাসন ঈদকে সামনে রেখে নিরাপত্তা বিষয়ক সভা সম্পন্ন করেছে

- আপডেট সময় : ০৭:২১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪ ৬৭ বার পড়া হয়েছে

জিএমআবু জাফর (নিজেস্ব প্রতিনিধি) গত ৩ জুন পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকার মূল ভবনের হল অব প্রাইড সম্মেলন কক্ষে সম্মানিত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ জনাব চৌধুরী আব্দুল্লাহ আল- মামুন,বিপিএম-বার, পিপিএম মহোদয়ের সভাপতিত্বে পবিত্র ঈদ-উল-আযহা উদযাপন উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা, নিরাপত্তা এবং ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় পুলিশ সুপারের কার্যালয়,সাতক্ষীরার সম্মেলন কক্ষ থেকে Cisco Video Conferencing System এর মাধ্যমে যুক্ত ছিলেন সাতক্ষীরা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী মহোদয়। তিনি পবিত্র ঈদ-উল-আযহা উদযাপন উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ সজীব খান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব মোঃ আতিকুল ইসলাম, ডিআইও-১,জনাব ইয়াসিন আলম চৌধুরী, পুলিশ পরিদর্শক(নি:), টিআই(প্রশাসন) জনাব শ্যামল কুমার চৌধুরী প্রমূখ।