জিএমআবু জাফর (সাতক্ষীরা প্রতিনিধি)
২৫ এপ্রিল বৃহস্পতিবার সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে সাতক্ষীরা জেলা পুলিশ লাইন্স ড্রিল সেডে কনস্টেবল ও নায়েক পদমর্যাদার পুলিশ সদস্যদের এক সপ্তাহ মেয়াদী দক্ষতা উন্নয়ন কোর্স,এর ১৫তম ব্যাচের সমাপনী ও সনদপত্র বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ বেলায়েত হোসেন, কমান্ড্যান্ট(পুলিশ সুপার) ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সাতক্ষীরা এবং সভাপতি হিসেবে সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী মহোদয়ের পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) জনাব মো: আমিনুর রহমান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত)। অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীরা তাদের অনুভূতি ব্যক্ত করেন। সবশেষে প্রধান অতিথি মহোদয় এবং সভাপতি মহোদয় দক্ষতা উন্নয়ন কোর্স এর প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ আতিকুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব এস,এম জাকির হোসেন, পুলিশ পরিদর্শক(স:) আর.আই, পুলিশ লাইন্স সাতক্ষীরা এবং প্রশিক্ষনার্থীবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.