মোঃ মহাসিন, নিজস্ব,প্রতিনিধি:-
কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী সুরাত আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হযরত আলীর পদত্যাগের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার (২২-আগষ্ট) সকালে সুরাত আলী মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীরা মানববন্ধন ও বিক্ষোভ করে। বিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অবস্থান ও দুর্নীতির সহ নানা বিধ কারণে তারা প্রধান শিক্ষক মোঃ হযরত আলীর পদত্যাগের দাবিতে মানববন্ধন করেন। বিদ্যালয়ের সকল ছাত্র/ছাত্রী এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
বিদ্যালয়ের শিক্ষকরা বলেন সীমাহীন দূর্নীতি, কোটি টাকার নিয়োগ বানিজ্য, স্কুলের তহবিল তছরুপ সহ রাজনৈতিক প্রভাব খাঠিয়ে শিক্ষকদের সাথে অসদচারন করেছেন। তার মতের বাহিরে গেলে বিভিন্ন মামলায় ফাসিয়ে দেওয়ার হুমকি দিতেন। ছাত্রীদের কমনরুমে সিসি ক্যামেরা স্থাপন করে লাইব্রেরীতে বসে মনিটরিং করতেন । শিক্ষার্থীদের বাড়তি বেতন /বিভিন্ন ফিস আদায় করত। বিদ্যালয়ের নানা বিধ দূর্নীতি ও অনিয়মের অভিযোগ করেন তার বিরুদ্ধে।
এবিষয়ে এলাকাবাসী মোঃ আজাদুর রহমান বলেন প্রধান শিক্ষক একজন দুর্নীতি বাজ , আওয়ামী লীগের দালাল, সে ছাত্র-ছাত্রীদের বিভিন্ন সময়ে ভর্তি এবং ফর্ম ফিলাপে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার নামে । তার ভয়ে এতদিন কেউ কথা বলতে সাহস পেতনা। তাই অবিলম্বে এই শিক্ষকের পদত্যাগ চাই।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.