সাতক্ষীরা কালিগঞ্জে যুবদলের ৬ নেতা–কর্মীর জামায়াতে যোগদান

- আপডেট সময় : ০৯:২৩:২৫ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫ ৪৯ বার পড়া হয়েছে

মোঃ মহাসিন, খুলনা বিভাগীয়, প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে বিএনপির অঙ্গসংগঠন যুবদলের ছয়জন নেতা–কর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। রবিবার (১৭ আগস্ট) রাতে ইউনিয়নের মানপুর কেন্দ্রীয় মসজিদে আয়োজিত এক কর্মী সম্মেলনে তারা আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। যোগদানকারীদের মধ্যে রয়েছেন—ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবদল সভাপতি সালাহউদ্দিন, সেক্রেটারি মাহবুবুর রহমান মুকুল, সহ-সভাপতি মো. আরর আলী, সদস্য হযরত আলী, আসাদুজ্জামান ও আসাদুজ্জামান সাগর।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। তিনি ফুলেল শুভেচ্ছার মাধ্যমে নতুন যোগদানকারীদের বরণ করে নেন। ইউনিয়ন আমীর মাস্টার ইব্রাহিম বাহারির সভাপতিত্বে আয়োজিত ওই সভায় আরও বক্তব্য রাখেন জেলা বায়তুল মাল সেক্রেটারি অধ্যাপক মোজাম্মেল হক, উপজেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক মোশাররফ হোসাইন ও মাওলানা নুরুজ্জামান হাবিবী।
প্রধান অতিথি মাওলানা আজিজুর রহমান তার বক্তব্যে বলেন, “দেশ আজ এক গভীর সঙ্কটের মধ্য দিয়ে অতিক্রম করছে। চাঁদাবাজি, দখলদারি, খুন, ধর্ষণ ও দুর্নীতি প্রতিদিনের ঘটনায় পরিণত হয়েছে। মানুষ দিশেহারা হয়ে পড়েছে। একমাত্র ইসলামের আদর্শই এই জাতিকে প্রকৃত শান্তি ও মুক্তির নিশ্চয়তা দিতে পারে।”নতুন যোগদানকারী যুবদল নেতা সালাহউদ্দিন বলেন, “আমরা জামায়াতের আদর্শে অনুপ্রাণিত হয়েই এই দলে যোগ দিয়েছি। ন্যায়, সত্য ও আদর্শিক সমাজ গড়াই আমাদের লক্ষ্য।”অনুষ্ঠান শেষে নতুন যোগদানকারীদের পক্ষ থেকে ইসলামী আন্দোলনের ধারাবাহিকতায় কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়।