সাতক্ষীরা উপ-নির্বাচনে কালিগঞ্জ উপজেলায় বিজয়ী হয়েছেন শেখ মেহেদী হাসান

- আপডেট সময় : ১০:৩৫:০৪ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪ ৯৭ বার পড়া হয়েছে

মহাসিন, সাতক্ষীরা প্রতিনিধি:-
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে বুধবার (৮ মে) কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্নভাবে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় ভোট গ্রহণ শেষ হয়েছে। সকাল ৮ট থেকে শুরু হওয়া ভোট গ্রহণ বিরতিহীনভাবে চলে বিকাল ৪টা পর্যন্ত। তবে সকাল থেকে ভোট কেন্দ্র গুলোতে ভোটারের উপস্থিতি ছিল খুবই কম। বেলা বাড়ার সাথে সাথে কেন্দ্রগুলোতে ভোটারের সংখ্যা বাড়তে থাকে।
কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে (আনারস প্রতীক) নিয়ে ৩০৪৪৪ ভোটে বিজয়ী হয়েছেন শেখ মেহেদী হাসান সুমন।ভাইস চেয়ারম্যান পদে (বই প্রতীক) নিয়ে ৩৭৭৮০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ইকবাল আলম বাবলু,মহিলা ভাইস চেয়ারম্যান পদে (হাঁস প্রতীক)বিজয়ী হয়েছেন ফারজানা শওকাত আফি।
কালীগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নে মোট ভোটার ২লাখ ৪৭ হাজার ৮১৩জন। এর মধ্যে পুরুষ ভোটার ১লক্ষ ২৫ হাজার ৪১৬জন, নারী ভোটার রয়েছেন ১লক্ষ ২২ হাজার ৩৯৫ জন এবং হিজড়া সম্প্রদায়ের ভোটার রয়েছেন ২জন।
খুব্দীপুর কেন্দ্রের ভোটার প্রাত্তন ইউপি সদস্য জনাব,আলহাজ্ব বারী তরফদার বলেন, তারা নির্বিঘ্নে ভোট দিতে পেরেছেন। কেন্দ্রের বাইরে কোন প্রার্থীর পক্ষ থেকে ভোটারদের প্রভাবিত করার ঘটনা ঘটেনি বলেও তিনি মন্তব্য করেন তিনি।
খুব্দীপুর কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সহঃ অধ্যপক আব্দুল মান্নান বলেন, সকালের দিকে ভোটার উপস্থিতি কম ছিল। তবে দুপুরের পর ভোটারের সংখ্যা বাড়তে থাকে। এবং শান্তিপূন