সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনের উপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছে আদালত

- আপডেট সময় : ০৮:৪৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪ ৪৯ বার পড়া হয়েছে

মোঃ মহাসিন,নিজস্ব,প্রতিনিধি
অভিযোগ সূত্রে জানা গেছে, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন পরিচালক কমিটি গঠনতন্ত্রের ৮ পৃষ্টার উপ- ধারা ২ এর ৩, ৪ ও ৬ ধারা লংঘন করে সহযোগী ১২ জন সদস্যকে সাধারণ সদস্য করে ভোটাধিকার দিয়ে চূড়ান্ত ভোটার তালিকা প্রণয়ন করে প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে তফসিল দেন।
যাহা সম্পূর্ণ গঠনতন্ত্র বিরোধী ও বে-আইনি। তারা কোন সহযোগী সদস্যকে ভোটাধিকার দিতে পারেন না । তারা শুধু নির্বাচনকে অবাধও সুষ্ঠ করার দায়িত্ব। তারা তাদের ক্ষমতা অপব্যবহার করে এমন সিদ্ধান্ত নেওয়ার ঘটনায় সর্বশেষ গঠনতন্ত্র প্রণয়নকারী ৩ সদস্যের মধ্যে অন্যতম সদস্য ও বর্তমান ভোটার তালিকায় ১২ নং সদস্য মোঃ আনিসুর রহমান সুমন চলতি বছরের ৩০ জুন শ্যামনগর সহকারি জজ আদালতে দেং ১৬৯/২৪ নং মামলা করে। বিজ্ঞ আদালত নির্বাচন পরিচালনা কমিটি ৩ সদস্য আহবায়ক শেখ আফজালুর রহমান, সদস্য সচিব আবু সাঈদ ও সদস্য সরদার সিদ্দিককে শোকজ করে পাঁচ দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেন।
নির্বাচন পরিচালনা কমিটি গত ৩ জুলাই আদালত কর্তৃক নোটিশ পেয়ে ৪ জুলাই জরুরী সাধারণ সভা ডেকে মোঃ আনিসুর রহমান সুমনকে অবাঞ্চিত ঘোষণা সহ ১৩ জুলাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন করবে বলে ঘোষণা দেন। যাহা নির্বাচন পরিচালনা কমিটির আদৌ কোন ক্ষমতা নেই। সম্পূর্ণ অগঠনতান্ত্রিক। যাহা সাতক্ষীরার একাধিক দৈনিকে প্রকাশিত হয়। যাহা সম্পূর্ণ ভাবে আদালত অবমাননার শামিল।
গত ১০ জুলাই বিজ্ঞ আদালতে বাদী আনিসুর রহমান সুমন দেওয়ানী কার্য বিধি আইনের ১৫১ ধারা মতে প্রার্থনা করিলে বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি শেষে নিষেধাজ্ঞা প্রদান করে। বাদীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোকলেসুর রহমান বিবাদীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মেহেদী হাসান।