সংবাদ শিরোনাম :  
                            
                            সাতক্ষীরার শ্যামনগরে বিদ্যুস্পৃষ্ট হয়ে হাকিম নামের একজনের মৃত্যু
																
								
							
                                
                              							  নিজেস্ব প্রতিনিধি									
								
                                
                                - আপডেট সময় : ০৬:৩৮:০১ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪ ১১৩ বার পড়া হয়েছে
 

মোঃ মহাসিন, নিজস্ব প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে আব্দুল হাকিম (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রবিবার (১২মে)বেলা ১১টার দিকে উপজেলার কাঁঠালবাড়িয়া এলাকায় ঘটনাটি ঘটে।
নিহত হাকিম কাঁঠালবাড়িয়া গ্রামের আব্দুস সুবাহানের পুত্র। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বেলা ১১টার দিকে বাড়ির পুকুরে মাছ ধরার জন্য সেচ পাম্পের মাধ্যমে পানি উঠাচ্ছিলেন হাকিম। পানি উঠানোর শেষে তার গোছানোর সময় বৈদ্যুতিক তারে জড়িয়ে সিটকে বাড়ির পাকা দেয়ালের সাথে আঘাত পেয়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
নিহত হাকিমের আকস্মিক মৃত্যুতে তার পরিবারে শোকের ছায় নেমে আসে।
																			
										
























