বিউটি খাতুন,স্টাফ রিপোর্টার বাংলাদেশ:-
সাতক্ষীরার মাধবকাঠি বাজারের পাশ্ববর্তী বলাডাঙ্গা গ্রামের বড় খোকার স্ত্রী ভুয়া নার্গিস কবিরাজ। স্থানীয় জনগণের কাছ থেকে জানা যায়, বিগত ১৬ বছর ধরে চালিয়ে যাচ্ছে এই ভুয়া ব্যবসা। সীলবিহীন বোতলজাত ঔষধ বিক্রি এবং প্রত্যেক রোগের জন্য একই ঔষধ প্রদান করে। এলাকাটিতে শিক্ষিতের হার কম হওয়ায় বিভিন্ন অসহায় মানুষের হয়রানি করে অনেক হাতিয়ে নিচ্ছে।প্রতি শনি ও মঙ্গলবার এম বি বি এস ডাক্তারের মতো টাকা ইনকাম করে।সাবিনা খাতুন জানান,গত তিন মাস আগে থেকে তিনি সেখানে চিকিৎসাধীন।তার কাছ থেকে নিয়েছে ১২০০০ টাকার ওপরে। কিন্তু কোন রোগ ভালো হয়নি। মানুষ যখন তাকে রোগ ভালো না হ ওয়ার কথা জানান, তখন খারাপ আচরণ করে এবং তার ফোন নাম্বার দেখে রিচিভ করে না। উনি মূলত একজন প্রতারক। ভুক্তভোগী ঐ নারী আরও বলেন, আমি গত শনিবার আনুমানিক বেলা বারোটার দিকে ঐ কবিরাজের নাম্বারে অচেনা নাম্বার দিয়ে ফোন করি , কিন্তু তিনি বলেন আমি রোগী দেখছি। তার বাসায় যাওয়ার পরে তিনি তাকে চিনতে পেরে বলেন আমি অসুস্থ আজ রোগী দেখব না। কিন্তু ভুক্তভোগী ঐ নারী তাকে বলেন আমি অসুস্থ মানুষ আপনি না বললে এতদূর থেকে কষ্ট করে আসতাম না। তাহলে এখন আমার টাকা পয়সা ফেরত দেন যেহেতু আপনার ওষুধে কাজ হচ্ছে না। তিনি বলেন কিসের টাকা কোন টাকা ফেরত দিতে পারবো না । কথা কাটাকাটির এক পর্যায়ে বড় খোকন ও তার স্ত্রী ভুয়া নার্গিস কবিরাজ ঐ নারীর গায়ে হাত তোলে। তখন ঐ নারী ৯৯৯ এ ফোন করিলে জানান,এটা যেহেতু প্রতারকচক্র থানা/ উপজেলা নিবার্হী কর্মকর্তার কাছে যান।তাই এই সীলবিহীন বোতলজাত ঔষধ বিক্রি বন্ধের জন্য অতিদ্রুত প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.