সাতক্ষীরার ধুলিহর ইউপি চেয়ারম্যান মিজান চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

- আপডেট সময় : ০৩:০২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪ ৬৪ বার পড়া হয়েছে

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন,ক্রাইম রিপোর্টার,সাতক্ষীরা:-
সাতক্ষীরার ধুলিহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ভালুকা চাঁদপুর কলেজ মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র ও জনতা ধুলিহর ইউনিয়নের ব্যানারে মানববন্ধন করেন শিক্ষার্থীরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ভালুকা চাঁদপুর কলেজের অনার্স ১ম বর্ষের শিক্ষার্থী রিমন হোসেন,ইরআম আতিক, ইন্টার ফার্স্ট ইয়ারের শিক্ষার্থী সাকিল হোসেন শুভ,ইউসুফ হোসেন,সিয়ায়,শিমুল হোসেম সহ আরো অনেকে।
মানববন্ধনে বক্তরা বলেন,পতিত স্বৈরাচারী সরকারের আমলে গায়েবি মামলার শিকার হয়েছে অনেক মানুষ। তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ছাত্র-জনতা পতন ঘটায়। এখন আবার যদি নির্দোষ নিরাপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলার শিকার হতে হয় তাহলে লাভ হলো কী।ধুলিহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরীর নামে যে ষড়যন্ত্র মূলক যে মিথ্যা মামলা হয়েছে ওই মিথ্যা মামলা প্রত্যাহার ও প্রকৃত ঘটনা তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।