সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন শিক্ষক সমিতির কমিটি গঠন

- আপডেট সময় : ০৬:৫২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫ ৪৪ বার পড়া হয়েছে

মোঃ মহাসিন, খুলনা বিভাগীয়, প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সকল কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্লাটফর্ম কালিগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন শিক্ষক সমিতির কমিটি গঠিত হয়েছে। আজ ৫ আগস্ট উপজেলা ল্যাবরেটরী স্কুলের অডিটোরিয়ামে সকাল ১০ টায় ১৯ টি স্কুলের প্রায় ৩০০ শিক্ষকের মধ্যে ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত হয়।
উক্ত কমিটিতে আলমগীর কবির কে সভাপতি ও শেখ সাইদি কিবরিয়া কাইয়ুমকে সেক্রেটারি হিসেবে নির্বাচন করা হয়। শ্রীকুমার বসাক ও খান আলাউদ্দিন সহঃ সভাপতি, হাবিবুর রহমান অর্থ সম্পাদক, খান তাওহিদুর রহমান হেলাল সহঃ অর্থ সম্পাদক, জি এম আবু ফরহাদ দপ্তর সম্পাদক, রফিকুল ইসলাম সহঃ দপ্তর সম্পাদক, মোঃ মহাসিন প্রচার সম্পাদক, মনিরুল ইসলাম সহঃ প্রচার সম্পাদক হিসেবে নির্বাচিত হন। এছাড়াও নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হন দুলাল চন্দ্র বাছাড়, শেখ ইস্তাকফার হোসেন, সুব্রত মন্ডল, তাপস কুমার ঘোষ, ওকালাত হোসেন, আব্দুল্লাহ আল মামুন, সুবোধ চন্দ্র ঘোষ, সাহিদা পারভীন ও আবু আলম।