সাতক্ষীরার ইটাগাছা পুলিশ ফাঁড়িতে কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

- আপডেট সময় : ০৬:২৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫ ৯০ বার পড়া হয়েছে

মোঃ মহাসিন, খুলনা বিভাগীয়, প্রতিনিধি
সাতক্ষীরার ইটাগাছা পুলিশ ফাঁড়িতে দায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থ হয়ে সাঈদুজ্জামান (৪৯) নামের এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) রাত ১২টার দিকে শহরের কাটিয়া লস্কারপাড়া এলাকায় ডিউটিরত অবস্থায় তিনি স্ট্রোকে আক্রান্ত হন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করলে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. মমতাজ মজিদ পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসক জানান, দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন তিনি। ধারণা করা হচ্ছে, স্ট্রোকজনিত কারণেই তার মৃত্যু হয়েছে।
উল্লেখ্য, উপ-পরিদর্শক (এসআই) সাঈদুজ্জামান কুষ্টিয়া জেলার পারমৃত্তিকাপাড়া গ্রামের বাসিন্দা ও মৃত আব্দুল গফুর মণ্ডলের পুত্র। শুক্রবার সকালে সাতক্ষীরা পুলিশ লাইনে জানাজা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।