মো: জাহিদ হাসান, নিজস্ব সংবাদদাতা:-সাতক্ষীরা সদর উপজেলার তুজলপুর এলাকার নিজ বাসভবন থেকে আলোচিত সাংবাদিক ইয়ারব হোসেনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। সোমবার ০৮/০৪/২০২৫ইং এ অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, যৌথবাহিনীর একটি দল হঠাৎ করেই তুজলপুরে সাংবাদিক ইয়ারব হোসেনের বাড়িতে উপস্থিত হয় এবং তল্লাশি চালিয়ে তাকে আটক করে। গ্রেপ্তারের সময় আশপাশের এলাকায় উত্তেজনাকর পরিবেশ সৃষ্টি হয়। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় পরিস্থিতি দ্রুতই নিয়ন্ত্রণে আসে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত তার বিরুদ্ধে কোন অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে এখনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্যও পাওয়া যায়নি।
সাংবাদিক ইয়ারব হোসেন সাতক্ষীরায় সাংবাদিকতার পাশাপাশি নানা সামাজিক কর্মকাণ্ডেও যুক্ত ছিলেন। তার এই গ্রেপ্তারের খবরে স্থানীয় সাংবাদিক সমাজের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই ঘটনাটিকে উদ্বেগজনক হিসেবে দেখছেন এবং সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।
ঘটনার প্রকৃত কারণ ও অভিযোগের বিষয়টি জানাতে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.