সাতক্ষীরায় যুব পানি কমিটির সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৩:০৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫ ১০ বার পড়া হয়েছে

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: সাতক্ষীরায় যুব পানি কমিটির উদ্যোগে “সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ” অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণের মূল বিষয় ছিল— নদী ও পলি ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন ও জলাবদ্ধতা। বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভা ঘরে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানটি আয়োজন করে উত্তরণ ও যুব পানি কমিটি। দাতা সংস্থা হিসেবে সহযোগিতা করে জার্মান উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান দুর্ভাগ্য।
এই কর্মশালায় উপস্থিত ছিলেন নদীর বিশেষজ্ঞ হাসেম আলী ফকির, সাতক্ষীরা পানি কমিটির সভাপতি মফিজুর রহমান, দপ্তর সম্পাদক মহুয়া মঞ্জুয়ারা, উত্তরণের প্রজেক্ট অফিসার দিলীপ কুমার সাহা এবং ফিল্ড অফিসার গোলাম হোসেন উপস্থিত ছিলেন। এছাড়া, যুব পানি কমিটির সদস্যরাও সক্রিয়ভাবে এতে অংশ নেন।
অনুষ্ঠানে নদী ও পানি বিশেষজ্ঞ হাসেম আলী ফকির বলেন,“বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলের মানুষ প্রতিনিয়ত নদী ভরাট, পলি জমা, জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাবে ভুগছে। এসব সমস্যা মোকাবিলায় তরুণদের এগিয়ে আসতে হবে। যুব পানি কমিটি যদি সক্রিয় ভূমিকা পালন করে তবে স্থানীয় পর্যায়ে টেকসই নদী ব্যবস্থাপনা সম্ভব।”
সাতক্ষীরা সদর উপজেলা পানি কমিটির সভাপতি মফিজুর রহমান বলেন,“নদীকে রক্ষা করতে হলে প্রথমে আমাদের মানসিকতা বদলাতে হবে। সরকার, বেসরকারি সংস্থা ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগ ছাড়া জলাবদ্ধতা ও নদী ভরাট সমস্যা সমাধান সম্ভব নয়। যুবকদের প্রশিক্ষণই হতে পারে বড় পরিবর্তনের হাতিয়ার।”
দপ্তর সম্পাদক মহুয়া মঞ্জুয়ারা বলেন,“জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় অঞ্চলে নারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। খাদ্য, বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসেবার অভাব নারীদের জীবনে বাড়তি চাপ সৃষ্টি করছে। এ জন্য নারী-পুরুষ সবার অংশগ্রহণে নদী ও পলি ব্যবস্থাপনা কার্যক্রম গ্রহণ করতে হবে।”
উত্তরণের প্রজেক্ট অফিসার দিলীপ কুমার সানা বলেন,
“উত্তরণ দীর্ঘদিন ধরে নদী ও জলাবদ্ধতা সমস্যা নিয়ে কাজ করছে। তরুণরা যদি প্রশিক্ষণ নিয়ে মাঠপর্যায়ে কাজ করে তবে গ্রামের সাধারণ মানুষকে সচেতন করা সহজ হবে।”
সাতক্ষীরা যুব পানি কমিটির অর্পন বসু বলেন “নদী ও পানি ব্যবস্থাপনায় স্থানীয় তরুণদের সম্পৃক্ত করতে আমরা কাজ করছি। আজকের প্রশিক্ষণ থেকে প্রাপ্ত জ্ঞান তারা গ্রামে ছড়িয়ে দেবে এবং বাস্তব সমস্যার সমাধানে ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে যুব পানি কমিটির সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তারা বিভিন্ন প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে নদী রক্ষা, পলি ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো এবং জলাবদ্ধতা নিরসনের বিষয়ে নিজেদের মতামত ও সুপারিশ উপস্থাপন করেন।