সাতক্ষীরা প্রতিনিধি: বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল এন্ড ক্লিনিক ওনার্স অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ রমজান) এই ইফতার মাহফিলের সভাপতিত্ব করেন সংগঠনের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার সিভিল সার্জন ডা. আব্দুস সালাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী ডা. আফতাবুজ্জামান, ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের পরিচালক ও জেলা জামায়াতের নায়েবে আমির শেখ নুরুল হুদা, সাতক্ষীরা ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক সোহেল রানা, ডা. জয়ন্ত সরকার, জেলা সাংবাদিক ক্লাবের সভাপতি ডা. মহিদার রহমান, সংগঠনের সহ-সভাপতি কে. এম. মুজাহিদুল ইসলাম প্রিন্স, পুলক কুমার পাল এবং সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সহ-সভাপতি আক্তারুজ্জামান মুকুল। ইফতার মাহফিলে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন ডা. আব্দুস সালাম সরকারি নীতিমালা অনুসরণ করে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, স্বাস্থ্যসেবা খাতে শৃঙ্খলা বজায় রাখা ও জনসেবার মান উন্নত করার জন্য বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোর দায়িত্বশীল ভূমিকা রাখা জরুরি।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.