সাতক্ষীরার পরিস্থিতির উন্নয়নে মতবিনিময় রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি না করার আহবান

- আপডেট সময় : ১১:২৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪ ১৯২ বার পড়া হয়েছে

ক্রাইম রিপোর্টার: মোঃ মোকাররাম বিল্লাহ ইমন,সাতক্ষীরা।
সাতক্ষীরায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় সকলের প্রতি রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি না করার আহবান জানানো হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় এই আহবান জানানো হয়।
সভায় সাতক্ষীরায় দায়িত্বরত সেনাবাহিনীর লে. কর্নেল আরিফ বলেন, জেলার কোথাও কোনো অরাজকতা সৃষ্টি করলে ব্যবস্থা নেওয়া হবে। রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করলে শাস্তি পেতে হবে। জেলার সবকটি উপজেলায় সেনা চৌকি বসানো হবে।
এসময় তিনি রাজনৈতিক দলসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
তিনি আশ্বস্ত করে বলেন, দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসলে আমরা দ্রুত ব্যারাকে ফিরে যেতে পারবো।
সভায় জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকী, সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক, জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী, সাতক্ষীরা পৌরসভার মেয়র বিএনপি নেতা তাসকিন আহমেদ চিশতী, জেলা জামায়াতের আমীর মুহাদ্দিস রবিউল বাশার প্রমুখ।