সাতক্ষীরায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর চক্ষুসেবা নিশ্চিত করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

- আপডেট সময় : ১১:৩২:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪ ৮৩ বার পড়া হয়েছে

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন,ক্রাইম রিপোর্টার,সাতক্ষীরা:-
সাতক্ষীরায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর চক্ষুসেবা নিশ্চিত করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে শহরে বাইপাসে মনপুরা ক্যাফে এন্ড রেস্টুরেন্টে দ্যা ফ্রেড হোলস ফাউন্ডেশনের সহযোগিতায় গ্রামীণ চক্ষু হাসপাতালের আয়োজনে মতবিনিময় সভা উপস্থিত ছিলেন সদর উপজেলা ইউনিয়ন সমাজকর্মী সাদ্দাম হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন, দ্যা ফ্রেড হোলস ফাউন্ডেশনের প্রকল্প কর্মকর্তা আজমিরা জামান,গ্রামীণ চক্ষু হাসপাতালের ম্যানেজার মেরাজুল ইসলাম, গ্রামীণ চক্ষু হাসপাতালের কনসালটেন্ট আজহারুল ইসলাম সহ আরো অনেকে।
মতবিনিময় সভা শেষে প্রতিবন্ধী ও নারীদের প্রাথমিক স্বাস্থ্য চক্ষু পরীক্ষা বিষয়ক প্রশিক্ষণ ও প্রাথমিক চক্ষু পরীক্ষার জন্য ভিশন চার্ট প্রদান করা হয় এবং সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও প্রতিবন্ধী রোগীদের জন্য চশমা ও চক্ষু অপারেশন ফ্রী করা হবে।