
মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।
সাতক্ষীরায় মঙ্গলবার ১১ নভেম্বর 'পরিবর্তনের বাহক' সামাজিক যোগাযোগ মাধ্যমের দায়িত্বশীল ব্যবহার শীর্ষক একটি গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইউথ এন্ডিং হাঙ্গার ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর যৌথ আয়োজনে এবং ইউকেএইড-এর সহযোগিতায় সাতক্ষীরা ম্যানগ্রোভ সভাঘর হলরুমে সকাল দশটায় এই কর্মশালা শুরু হয়।
অনুষ্ঠানে স্থানীয় তরুণদের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমের সঠিক ও দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। কর্মশালায় ৩৩ জন তরুণ-তরুণীকে প্রশিক্ষণ দেওয়া হয়।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন অধ্যক্ষ আশীকি ইলাহি (অবসরপ্রাপ্ত)। এ সময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ পবিত্রমোহন দাশ (অবসরপ্রাপ্ত) এবং দি হাঙ্গার প্রজেক্ট, ঢাকা অফিসের মনিটরিং ইউনিট এর সিনিয়র প্রোগ্রাম অফিসার মাকসুদা খানম হীরা।
কর্মশালায় তরুণ-তরুণীদের সোশ্যাল মিডিয়ার সঠিক ব্যবহার, তথ্য যাচাইয়ের প্রক্রিয়া ও ভ্রান্ত তথ্য মোকাবিলার কৌশল নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়া, অনলাইনে মানবিক আচরণ বজায় রাখার বিভিন্ন দিক সম্পর্কে অংশগ্রহণকারীদের সচেতন করা হয়। প্রশিক্ষণ প্রদান করেন সমাপ্তি গাইন সেতু (ইয়ুথ ইন্ডিং হাঙ্গার, জেলা সমন্বয়কারী), তাপস সরকার, রুদ্র রায় এবং সুদীপ্ত দেবনাথ।
কর্মশালায় বক্তারা বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার গুরুত্বের উপর আলোকপাত করেন। তারা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম কেবল বিনোদনের উপকরণ নয়; এটি এখন সচেতনতা সৃষ্টি, মত বিনিময় এবং সামাজিক পরিবর্তন গঠনের একটি অত্যন্ত শক্তিশালী প্ল্যাটফর্ম। বক্তারা জোর দিয়ে বলেন, ব্যক্তিগত মত প্রকাশের স্বাধীনতা থাকলেও তথ্যের যথার্থতা নিশ্চিত করা, গুজব থেকে দূরে থাকা এবং দায়িত্বশীলভাবে মতামত প্রকাশ করা সকলের জন্য অপরিহার্য।
তারা সতর্ক করে দেন যে, একটি সাধারণ পোস্ট, মন্তব্য বা শেয়ারও অনেক সময় মানুষের মানসিক অবস্থা, সামাজিক সম্পর্ক এমনকি সমাজের সামগ্রিক পরিবেশের ওপর ব্যাপক প্রভাব ফেলতে পারে। এ কারণে, অনলাইন মাধ্যমে যোগাযোগের সময় পারস্পরিক সম্মান, সহমর্মিতা এবং ভাষার প্রতি সংবেদনশীলতা বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করা হয়।
কর্মশালায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সংগঠনের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। আয়োজকরা এই বলে আশা প্রকাশ করেন যে, অংশগ্রহণকারীরা কর্মশালা থেকে অর্জিত জ্ঞান ও সচেতনতাকে নিজেদের দৈনন্দিন সোশ্যাল মিডিয়া ব্যবহারে প্রয়োগ করবেন এবং বৃহত্তর সমাজে সচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
এই উদ্যোগটি ডিজিটাল প্ল্যাটফর্মে তরুণ-তরুণীদের কে আরও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে বলে মনে করছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.