সাতক্ষীরায় দ্রুতগামী পিকআপের ধাক্কায় ভ্যান চালক নিহত, আহত এক

- আপডেট সময় : ০৫:০২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫ ৫৮ বার পড়া হয়েছে

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন:-
সাতক্ষীরায় দ্রুতগামী পিকআপের ধাক্কায় এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টার দিকে সাতক্ষীরা সদরের দহাকুলা মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত ভ্যান চালক আশাশুনি উপজেলার পুরোহিতপুর গ্রামের মৃত ফজর আলীর পুত্র সুলতান আলী(৫৬)।
স্থানীয় সূত্রে জানা যায় সদর থানার উপ-পরিদর্শক মনিরুজ্জামান জানান, শুক্রবার সকালে আশাশুনি থেকে ভ্যানে একজন যাত্রী নিয়ে সাতক্ষীরা শহরের দিকে আসছিল চালক সুলতান।
ইতিমধ্যে সদরের দহাকুলা মোড়ে পৌছালে আশাশুনির দিক থেকে আসা দ্রুতগামী পিকআপ ভ্যানের পিছনে ধাক্কা দিলে ভ্যান চালক ছিটকে রাস্তায় পড়ে যান। এ সময় পিকআপ টি তার মাথার উপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এবং এ ঘটনায় আহত হয়েছে উদয় ঢালী নামের এক ক্ষুদ্র ব্যবসায়ী।
সাতক্ষীরা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিপেন্স এর ওয়্যার হাউস ইন্সপেক্টর নুরুল ইসলাম জানান দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত আহত ও নিহতদের উদ্ধার কাজ সম্পন্ন করা হয়। এবং ঢাকা মেট্রো – ন ১৯ – ৪৮৭৫ পিকআপটি আটক করা গেলেও চালক পলাতক রয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।