মোঃ মোকাররাম বিল্লাহ ইমন, সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরায় দুই মহিলা সদস্যের প্রতারকে আটক করছে সদর থানার পুলিশ। সাতক্ষীরা শহরের বড়বাজারের মাছ ব্যবসায়ী মিজানকে ব্লাকমেইল করে আটকে রেখে ৩৫ হাজার টাকা আদায়ের অভিযোগে যুবতীকে আটক করেছে সাতক্ষীরা থানা পুলিশ।
গতকাল রোবার রাত ৯ টার দিকে সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কস্থ শহীদ মিনারের পিছন থেকে ওই দুই যুবতীকে আটক করা হয়।
আটক জোসনা খাতুন(২৬) সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতা এলাকার মুজিবুর রহমানের মেয়ে এবং মুন্নি(২৫) আশাশুনি উপজেলার গোনাকরকাটি এলাকার বিল্লাল হোসেনের মেয়ে। তারা দুজন স্বামী পরিত্যাক্তা। তারা সাতক্ষীরা শহরের একাডেমী মসজিদ এলাকায় ভাড়া থাকেন।
সাতক্ষীরা শহরের উত্তর কাটিয়া এলাকার আবু সাঈদের ছেলে ও বড়বাজারের মাছ ব্যবসায়ী মিজানুর রহমান বলেন, জোসনা খাতুন এক সময় আমার বাড়ির ভাড়াটিয়া ছিলেন। সেই সুবাদে তার সাথে আমার পরিচয়। আমার কাছ থেকে মাঝে মাঝে তিনি মাছ বাকী নিতেন। এ কারণে তার কাছে আমি ১৩০০ টাকা পেতাম। রোববার বিকালে জোসনা খাতুন ওই ১৩০০ টাকা দেওয়ার জন্য বাড়িতে ডাকেন।
আমি বিকাল সাড়ে ৫ টার দিকে একাডেমী মসজিদের পাসে তার বাড়িতে গেলে তিনি আমাকে সোফায় বসতে দেন। আমি সোফায় বসার ২ মিনিট পরেই ৮ থেকে ১০ জন যুবক আমাকে ধরে মারপিট শুরু করে। এক পর্যায়ে আমার হাত বেধে আমার কাছে ২ লাখ টাকা দাবী করেন। ২ লাখ টাকা না দিলে আমাকে ছাড়বেনা বলে হুমকি দেন। এরপর আমাকে ছোট রান্না ঘরের মধ্যে বসিয়ে রাখেন। মাগরিবের নামাজের পর আমার কাছে ৫০ হাজার টাকা দাবী করেন।আমি আকুতি মিনতি করলেও তারা আমাকে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিতে থাকেন।পরে ৩৫ হাজার টাকা চাইলে আমি আমার শালা নুরুর কাছে কল দিয়ে ৩০ হাজার টাকা আনতে বলি।
তখন নুরু ৩৫ হাজার টাকা নিয়ে আসলে ৮/১০ জনের মধ্যে একজন আমার মোবাইল নিয়ে আমার শালক নুরুর কাছ থেকে ৩৫ হাজার টাকা নিয়ে আসেন। এরপর আমাকে ছেড়ে দেন। পরে আমরা পুলিশকে জানালে সাতক্ষীরা থানার ওসির নির্দেশে পুলিশ সদস্যরা তাৎক্ষণিক শহীদ মিনারের পিছন থেকে ওই দুই যুবতীকে আটক করেন।
তিনি আরও বলেন, সাতক্ষীরা শহরে এই দুই যুবতীর একটি চক্র আছে। এই চক্রটি সাধারণ মানুষকে ডেকে ব্লাকমেইল করে টাকা হাতিয়ে নেন। আমিও তাদের ব্লাক মেইলের শিকার। আমি এই দুই যুবতীসহ ওই চক্রের সদস্যদের আইনের আওতায় এনে শাস্তির দাবী জানাচ্ছি।
সাতক্ষীরা থানার ওসি শামিনুল হক বলেন, মাছ ব্যসসায়ীর অভিযোগের ভিত্তিতে দুই নারীকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.