সাতক্ষীরায় তরুণ নেতৃত্ব গঠনে তিন দিনব্যাপী “ইয়ুথ লিডারশীপ প্রশিক্ষণ

- আপডেট সময় : ০৫:৫৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫ ৬৭ বার পড়া হয়েছে

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন,:বেসরকারী সংস্থাদি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ও ইয়ুথ এন্ডিং হাঙ্গার সাতক্ষীরা জেলা কর্তৃক আয়োজিত তিন দিনব্যাপী “ইয়ুথ লিডারশীপ প্রশিক্ষণ” (ওয়াইএলটি ব্যাচ ১২৮৬) সফলভাবে সম্পন্ন হয়েছে।শুক্রবার ২৬ সেপ্টেম্বর প্রশিক্ষণ কর্মসূচির সনদ বিতরণ অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘর-এ অনুষ্ঠিত এই প্রশিক্ষণটি তরুণ নেতৃত্বের প্রতি তাদের অঙ্গীকারের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো। এতে
নির্বাচিত ৩৫ জন তরুণ-তরুণী এই গুরুত্বপূর্ণ প্রশিক্ষণে অংশ নিয়ে সমাজ উন্নয়নমূলক বিভিন্ন বিষয়ে জ্ঞান ও দক্ষতা অর্জন করে। প্রশিক্ষণ শুরু হয় কোরআন তেলাওয়াত, গীতা পাঠের মাধ্যমে । এরপর এক মিনিট নীরবতা পালন এবং জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সিএসও ফোরাম
কোর্ডিনেটর পাশাপাশি খানবাহাদুর আহসানুল্লাহ কলেজের সাবেক অধ্যক্ষ পবিত্রমোহন দাশ, তিনি তাঁর স্বাগত বক্তব্যের মাধ্যমে প্রশিক্ষণের শুভ উদ্বোধন ঘোষণা করেন এবং তরুণদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন।
তিন দিনের এই প্রশিক্ষণে পরিচিতি পর্ব, উন্নয়নে ইয়ুথ এন্ডিং হাঙ্গার ও দি হাঙ্গার প্রজেক্টের কর্মকৌশল, মিনি ভার্সিটি, ছাত্রসমাজের গৌরবোজ্জ্বল ইতিহাস ও সামাজিক দায়বদ্ধতাবোধ, এবং নাগরিক অধিকার-এর মতো গুরুত্বপূর্ণ সেশন অন্তর্ভুক্ত ছিল। প্রশিক্ষণে ফ্যাসিলিটেটর হিসেবে দায়িত্ব পালন করেন মাসুদুর রহমান রঞ্জু, রুবিনা আক্তার, সমাপ্তি গাইন, নেয়াজ মোর্শেদ, রুদ্র রায় এবং অমিত মন্ডল।
এই সময় আরো উপস্থিত ছিলেন ,মাসুদুর রহমান রঞ্জু আঞ্চলিক সমন্বয়কারী, টিএইচপি, খুলনা, রুবিনা আক্তার সিনিয়র প্রোগ্রাম অফিসার, টিএইচপি, খুলনা, সমাপ্তি গাইন সেতু ইয়ুথ ইন্ডিং হাঙ্গার সাতক্ষীরা জেলা সমন্বয়কারী, মো: সাব্বির হোসেন সম্পদ আঞ্চলিক সমন্বয়কারী, ইয়ুথ ইন্ডিং হাঙ্গার, খুলনা অঞ্চল, এবং অন্যান্য নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, এই প্রশিক্ষণপ্রাপ্ত যুব নেতৃত্ব ভবিষ্যতে সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমাজ গড়ার স্বপ্নকে বাস্তবে রূপ দেবে। সফলভাবে প্রশিক্ষণ সমাপ্ত করায় অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। এই প্রশিক্ষণ তরুণদের মধ্যে সামাজিক দায়বদ্ধতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।