সাতক্ষীরায় ট্রাফিক,রাস্তাঘাট পরিষ্কার ও বাজার নিয়ন্ত্রনে মাঠে নেমেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারি শিক্ষার্থীরা

- আপডেট সময় : ০৭:৩৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪ ৮২ বার পড়া হয়েছে

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন,ক্রাইম রিপোর্টার, সাতক্ষীরা:-
শুধু ট্রাফিক নিয়ন্ত্রন নয়, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন ও অস্থিতিশীল বাজার নিয়ন্ত্রনে মনিটরিং করছে সাতক্ষীরার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারি শিক্ষার্থীরা।
শনিবার সকাল থেকে শিক্ষার্থীরা কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে শহরে বিভিন্ন পয়েন্টে ট্রাফিক নিয়ন্ত্রণ, সড়ক ও বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে বাজার তদারকি করেন তারা।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বলেন, নতুন করে যেন কেউ চাঁদাবাজি ও সেন্ডিকেটের মাধ্যমে বাজারে পণ্যের মূল্য বৃদ্ধি করতে না পারে সেই ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। এছাড়া বাজারে পাইকারি ও খুচরা পর্যায়ের পণ্যের মূল্য স্বাভাবিক এবং ভেজাল পণ্য বিক্রি থেকে ব্যবসায়ীদের বিরত থাকার পাশাপাশি প্রতিটি পণ্যের মূল্যতালিকা ঝুলিয়ে রাখার নির্দেষনা দেন শিক্ষার্থীরা।