
মোঃ মোকাররাম বিল্লাহ ইমন, সাতক্ষীরা:
“টেকসই ভবিষ্যতের জন্য সমাধান প্রচার করা”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরিবেশবান্ধব ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে তরুণদের উদ্ভাবনী চিন্তা ও উদ্যোগকে উৎসাহিত করার লক্ষ্যে সাতক্ষীরায় দিনব্যাপী গ্রিন ইনোভেশন ফেয়ার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে সিডো সংস্থা ও অ্যাকশনএইড বাংলাদেশ এর আয়োজনে সাতক্ষীরার তুফান কনভেনশন সেন্টার অ্যান্ড রিসোর্টে এ মেলার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিডো সংস্থার প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. বদরুদ্দোজা।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক সঞ্জীত কুমার দাশ, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা,
টিটিসি সাতক্ষীরা’র অধ্যক্ষ অপু হালদার,
অতিরিক্ত কৃষি অফিসার প্লাবনী হালদার,
বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদিকা জোৎনা দত্ত, এবং স্বদেশের নির্বাহী পরিচালক মাধব দত্ত প্রমুখ।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় তরুণ প্রজন্মকে সবুজ প্রযুক্তি, পুনর্নবীকরণযোগ্য জ্বালানি ও পরিবেশবান্ধব উদ্যোগে এগিয়ে আসতে হবে। টেকসই ভবিষ্যৎ গড়তে সরকার, বেসরকারি প্রতিষ্ঠান ও জনগণের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য।
দিনব্যাপী আয়োজনে স্থানীয় তরুণদের তৈরি পরিবেশবান্ধব পণ্য ও প্রকল্প প্রদর্শনের পাশাপাশি আলোচনা সভা ও সচেতনতামূলক পর্ব অনুষ্ঠিত হয়।
এছাড়াও মেলায় অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, তরুণ উদ্ভাবক ও পরিবেশ সচেতন সংগঠনসমূহ। তারা পরিবেশ রক্ষায় উদ্ভাবিত নানা ধারণা ও প্রযুক্তিগত সমাধান প্রদর্শন করেন।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিডো সাতক্ষীরার প্রকল্প সমন্বয়কারী মো. তহিদুজ্জামান (তহিদ)।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.