মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।আবারও হানা দিয়েছে করোনাভাইরাস। এই পরিস্থিতিতে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে ন্যাশনাল ব্রাইটেন অ্যাসোসিয়েশন, সাতক্ষীরা শাখা এক বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। আজ রবিবার ২২ জুন, সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত রাজ্জাক পার্ক শহীদ মিনার চত্বরসহ সাতক্ষীরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে করোনা সচেতনতামূলক লিফলেট ও মাস্ক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এই কার্যক্রমের আওতায় রাজ্জাক পার্ক, নিউ মার্কেট, পাকাপোল মোড়, শহীদ আসিফ চত্বর, জজকোর্ট মোড়সহ বিভিন্ন স্থানে সাধারণ জনগণের মাঝে প্রায় ১,০০০ এর বেশি লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়। এই প্রচারণার মূল উদ্দেশ্য ছিল করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জনগণকে অবহিত করা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে তাদের সচেতন করা।
ন্যাশনাল ব্রাইটেন অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সুদীপ্ত দেবনাথ এই কর্মসূচি সম্পর্কে বলেন, “সাতক্ষীরায় করোনায় ইতোমধ্যে ৪-৫ জন আক্রান্ত হয়েছেন এই বাস্তবতায় আমরা চেষ্টা করছি মানুষকে সচেতন করার, যেন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না যায়।”
ক্যাম্পাস সম্পাদক নাজিফা নিশাত নুহা জানান, “আমাদের এই উদ্যোগ চলমান থাকবে। আমরা চাই, মানুষ সচেতন হয়ে নিজেকে এবং সমাজকে নিরাপদ রাখুক।”
মিডিয়া বিষয়ক সম্পাদক করিমন নেছা শান্তা বলেন, “আমরা চাই সাতক্ষীরা করোনা মুক্ত হোক। তাই প্রতিটি মানুষকে সচেতন করাই আমাদের প্রধান লক্ষ্য।”
এই জনসচেতনতামূলক কর্মসূচীতে সাতক্ষীরা সদর থানা পুলিশের কয়েকজন সদস্যও সহায়তা ও উৎসাহ প্রদান করেন, যা এই সামাজিক উদ্যোগকে আরও গতিশীল করেছে। স্থানীয়দের মতে, এই ধরনের সামাজিক উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে দিতে কার্যকর ভূমিকা রাখবে এবং করোনাভাইরাস মোকাবিলায় সহায়ক হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.