সাতক্ষীরায় উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ‘আনন্দ’র ছাগল বিতরণ
- আপডেট সময় : ০৬:২৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫ ২৮ বার পড়া হয়েছে

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।
জলবায়ু পরিবর্তনের প্রভাবে চরম ঝুঁকির মুখে থাকা সাতক্ষীরার উপকূলীয় জনপদ। এই জনগোষ্ঠীর টেকসই জীবিকা নিশ্চিতকরণ এবং আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে বেসরকারী উন্নয়ন সংস্থা ‘আনন্দ’এর উদ্যোগে ব্লাকবেঙ্গল ছাগল বিতরণ করা হয়েছে।
জার্মান দাতা সংস্থা বিএমজেড (বিএমজেড) ও ডব্লিউএইচএইচ (সম্পর্কে)-এর আর্থিক ও কারিগরি সহায়তায় এবং ‘কমিউনিটি–লেড ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যান্ড সাস্টেইনেবল লাইভলিহুড ইন কোস্টাল এরিয়া’ প্রকল্পের আওতায় এই সহায়তা প্রদান করা হয়। সোমবার বিকেলে সাতক্ষীরা জেলার দেবহাটা ও আশাশুনি উপজেলার পারুলিয়া ও কুলিয়া ইউনিয়নের নির্বাচিত ৪০ জন উপকারভোগীর মাঝে এই ছাগল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাগল বিতরণ করেন আনন্দ-এর প্রকল্প ব্যবস্থাপক মোঃ আমিরুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে উপকূলীয় অঞ্চলের বাস্তবতাকে তুলে ধরে বলেন, “সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলের মানুষের জীবিকা জলবায়ু পরিবর্তনের চাপে সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে। এই উদ্যোগ তাদের বিকল্প ও টেকসই আয়ের সুযোগ তৈরি করবে।”
অনুষ্ঠানে জানানো হয়, এটি কেবল একটি ত্রাণ সহায়তা নয়, বরং একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা। জলবায়ু সহনশীল ও টেকসই জীবিকা নিশ্চিত করার অংশ হিসেবে উপকারভোগীদের জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ছাগল পালন বিষয়ক উন্নত প্রশিক্ষণ, পশুপাখির নিয়মিত স্বাস্থ্যসেবা, সঠিক খাদ্য ব্যবস্থাপনা এবং উৎপাদিত পণ্যের বাজার সংযোগ জোরদার করা।
এদিকে, উন্নত জাতের দেশীয় ব্লাকবেঙ্গল ছাগল পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় উপকারভোগীরা। তারা জানান, এই সহায়তা তাদের পরিবারের আয়ের চাকা সচল করতে এবং অভাব দূর করতে সাহায্য করবে।
প্রকল্প সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন, সমন্বিত এই উদ্যোগ উপকূলীয় দরিদ্র জনগোষ্ঠীর আর্থ–সামাজিক অবস্থার ইতিবাচক পরিবর্তন ঘটাবে এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় তাদের সক্ষমতা বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।




















