
নিজস্ব প্রতিনিধিঃ
সংগঠনের শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে সাময়িকভাবে অব্যাহতি পাওয়া এক সাবেক সদস্যের প্রাথমিক সদস্যপদ প্রত্যাহার করে তাঁকে স্বপদে ফিরিয়ে দিল আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থা (সিইএইচআরএলএ), সাতক্ষীরা জেলা শাখা। সঠিক তদন্ত সাপেক্ষে এবং তাঁর আবেদনের ভিত্তিতে এই সদস্যপদ ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
সাতক্ষীরা সদর উপজেলার (আইডি নং ১৯৩৪০৬৮৪৬৩১) ওই সাবেক সদস্যকে ইতিপূর্বে সংগঠনের শৃঙ্খলা বিরোধী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায় থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। তবে সম্প্রতি সংস্থার পক্ষ থেকে বিষয়টি পুনরায় তদন্ত করা হয়। তদন্ত শেষে তাঁর আবেদন বিবেচনা করে তাঁকে প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থা সাতক্ষীরা জেলার বিভাগীয় পরিচালক এস.এম বাদশা হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ নাজমুল হাসান স্বাক্ষরিত এক পত্রে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এই সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর করা হয়েছে।
সংস্থাটির কর্মকর্তারা আশা প্রকাশ করেন যে, এখন থেকে ওই সদস্য সংগঠনের নীতি ও শৃঙ্খলা পুরোপুরি মেনে চলবেন এবং সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করবেন।
সংস্থাটির বিভাগীয় পরিচালক এস.এম বাদশা হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ নাজমুল হাসান এক বিবৃতিতে জানান, সংগঠন সব সময় তার কর্মীদের প্রতি সুবিচার এবং সংগঠনের নিয়ম-শৃঙ্খলার মধ্যে ভারসাম্য বজায় রাখতে বদ্ধপরিকর। সংস্থার মূল লক্ষ্য হচ্ছে মানবকল্যাণে আইন, শালিস ও মানবাধিকার বাস্তবায়ন করা। এই লক্ষ্যে পৌঁছানোর জন্য সকল সদস্যের সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য।
উল্লেখ্য, আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থা দেশের বৃহত্তম একটি মানবাধিকার প্রতিষ্ঠান যা ২০০২ সালে প্রতিষ্ঠিত হয়। এটি বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং অন্যান্য সংস্থার অধীনে অনুমোদিত। প্রতিষ্ঠানটি অসহায় মানুষের বিনামূল্যে আইনগত সহায়তা, মানবাধিকার লঙ্ঘন তদন্ত, সেমিনার, কর্মশালা ও প্রশিক্ষণের আয়োজনসহ বহুবিধ কর্মসূচি পালন করে থাকে। সংস্থার কেন্দ্রীয় কার্যালয় ঢাকা-১০০০ এ অবস্থিত।
এই সদস্যপদ পুনরুদ্ধারের মাধ্যমে সাতক্ষীরা জেলা শাখায় নতুন করে সাংগঠনিক গতি ফিরবে এবং মানবাধিকার সুরক্ষার কাজে কর্মীরা আরও উৎসাহিত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.