সাতক্ষীরাতে পল্লী চিকিৎসক এ্যাসোসিয়েশনের কমিটি গঠন মামুন আহ্বায়ক, মাসুম বিল্লাহ সদস্য সচিব
মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা:বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার কমিটি গঠিত হয়েছে। এতে মহম্মদ মামুনুর রহমান খানকে আহ্বায়ক ও মোহাম্মদ জামিল হোসেন, মোঃ আমিনুর রহমান, নাছির উদ্দিন সুমনকে যুগ্ন আহবায়ক এবং মোঃ মাসুম বিল্লাহকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
পল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এস এম মারুফ হোসাইন ও সাধারণ সম্পাদক মোঃ রহমত আলী স্বাক্ষরিত ৩ সেপ্টেম্বর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। আগামী ৩০ নভেম্বরের মধ্যে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ সাতক্ষীরা জেলা কমিটি করার নির্দেশ দেওয়া হয়েছে। #
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.