নিজস্ব প্রতিবেদক : আশরাফ উদ্দিন:
সাগরে ভাসতে থাকা বোতলকে কুড়িয়ে নিয়েছিলেন শ্রীলঙ্কার একদল জেলে। এরপর তা মদ ভেবে পান করে চার জেলের মৃত্যু হয়েছে।রোববার (৩০ জুন) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে বলা হয়েছে, মদ মনে করে বোতলের তরল পান করায় চার জেলের মৃত্যু হয়েছে। এ ছাড়া গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন আরও দুজন।জানা গেছে, জেলেদের দলে মোট ছয়জন সদস্য ছিলেন। তারা দেশটির দক্ষিণ উপকূলীয় শহর তেঙ্গল থেকে ৩২০ নটিক্যাল মাইল দূর থেকে এগুলো কুড়িয়ে পেয়েছিলেন।শ্রীলঙ্কার নৌবাহিনী জানিয়েছে, জেলেদের দলের সদস্যরা মদ মনে করে বোতলের ভেতরে থাকা তরল পান করেছিলেন।দ্বীপরাষ্ট্রটির মৎস্য ও পানিসম্পদ বিভাগের মহাপরিচালক সুশান্ত কাহাবাত্তে সংবাদমাধ্যমকে জানান, নৌবাহিনী জেলেদের উদ্ধার করে কূলে আনার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের উদ্ধার করে কূলে এনে চিকিৎসার মতো পর্যাপ্ত সময় পাওয়া যাবে না ভেবে নৌকাতেই তাদের চিকিৎসার ব্যবস্থা করে নৌবাহিনী।সুশান্ত কাহাবাত্তে জানান, সাগরে পাওয়া বোতলগুলো একই এলাকায় থাকা অন্য নৌযানের লোকজনকেও দেন জেলেরা। বিষয়টি তাদেরও নজরে এসেছে।নৌবাহিনী জানিয়েছে, জেলেদের নৌকাটি অন্য একটি নৌযানের সাহায্যে টেনে কুলের দিকে আনা হচ্ছে। গত ৪ জুন তারা গভীর সাগরে মাছ ধরতে গিয়েছিলেন।সংবাদমাধ্যম জানিয়েছে, সাগরে কুড়িয়ে পাওয়া বোতলগুলোয় কী ধরনের তরল ছিল তা নিশ্চিত হওয়ার জন্য তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.