নিজস্ব প্রতিবেদকঃ রিয়াজ মিয়া
সময় ভালো যাচ্ছে না বাংলাদেশি অলরান্ডার সাকিব আল হাসান এর। চলতি বিশ্বকাপে পারফরম্যান্সে রয়েছে ঘাটতি। এর মধ্যেই আবার এক সাংবাদিকের ফোন কেড়ে নিয়ে আলোচনায় এসেছেন এই অলরাউন্ডার।
দক্ষিণ আফ্রিকা ম্যাচের পর দল যখন বাসে উঠছিল, তখন সাকিবের সঙ্গে দেখা করতে সেখানে উপস্থিত হন তার স্ত্রী এবং সন্তানরা। কারণ, সেখান থেকে বিমানবন্দর গিয়ে টাইগাররা সরাসরি ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে রওনা দিবেন।
পারিবারের সঙ্গে যখন সময় কাটাচ্ছিলেন সাকিব, তখন তিনি সকলকে অনুরোধ করেছিলেন কোনো ভিডিও বা ছবি যেনো কেউ না তোলে। তবে এর কিছুক্ষণ পর এক সাংবাদিকের দিকে লক্ষ্য করে এগিয়ে গেলেন সাকিব। এরপর তার ফোনটি নিয়ে এক নিরাপত্তাকর্মীর হাতে তুলে দেন। এরপর তিনি পরিবারের সঙ্গে বিদায় নেন।
সেখানে উপস্থিত সাংবাদিকরা নিরাপত্তাকর্মীকে বোঝাতে থাকেন যে, তিনি কোনো ছবি বা ভিডিও করেননি। কিছুক্ষণ পরে সেখানে আবারও উপস্থিত হন সাকিব। তিনি সেই সাংবাদিককে বলেন, আপনি যদি কোনো ছবি না ভিডিও করেও থাকেন, সেটা যেনও সামাজিক যোগাযোগমাধ্যমে না দেন। সেখানেই শেষ হয় এই ফোন বিতর্ক।
এদিকে অনেক দুর্ভোগের পর সেন্ট ভিনসেন্টে পৌঁছেছে বাংলাদেশ দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের পর দল চলে যায় বিমানবন্দরে। তবে বিমান যখন ছাড়ার কথা ছিল তার প্রায় পাঁচ ঘণ্টা পর বিমান ছাড়ে। যার কারণে সেন্ট ভিনসেন্টের হোটেলে চেক ইন করতেও দেরি হয় বাংলাদেশের ক্রিকেটারদের। মঙ্গলবার (১১ জুন) অনুশীলন করার কথা ছিল। তবে স্বাভাবিকভাবেই তা বাতিল করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.