সাংবাদিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার এবং নিঃশর্ত মুক্তির দাবীতে গর্জে উঠকু সকল সাংবাদিকদের বিবেক

- আপডেট সময় : ০৯:৩০:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫ ২০১ বার পড়া হয়েছে

মোহাম্মদ হানিফ,ফেনী জেলা স্টাফ রিপোর্টার:আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থা ফেনী জেলা শাখার পক্ষ থেকে উল্লাস উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এশিয়ান টিভির রিপোর্টার মোঃ শিহাব উদ্দিন এবং সিনিয়র ক্রাইম রিপোর্টার নজরুল ইসলাম ও ক্রাইম রিপোর্টার উল্লাস উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই
আমরা গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে জানাচ্ছি যে, এশিয়ান টিভির রিপোর্টার মোঃ শিহাব উদ্দিন এবং সিনিয়র ক্রাইম রিপোর্টার নজরুল ইসলাম ও ক্রাইম রিপোর্টার উল্লাস মিরপুর মডেল থানায় ২৩ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে ওসি সাজ্জাদ রোমনের সাক্ষাৎকার নিতে গেলে চরম অঘটন ঘটে।
সাক্ষাৎকার গ্রহণের স্বাভাবিক প্রক্রিয়াকে উপেক্ষা করে ওসির রুম থেকেই সাংবাদিক শিহাব উদ্দিনকে আটক করা হয়। পরবর্তীতে তাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে “তুমি আওয়ামী লীগের সাথে চলছো” বলে অভিযোগ তোলা হয় এবং মিথ্যা ও বানোয়াট মামলায় হাজতে প্রেরণ করা হয়।
এ ধরনের ঘটনা শুধু সাংবাদিক সমাজের প্রতি অপমান নয়, বরং গণমাধ্যমের স্বাধীনতায় সরাসরি হস্তক্ষেপ। সংবাদ সংগ্রহ করা সাংবাদিকের পেশাগত দায়িত্ব ও সাংবিধানিক অধিকার। অথচ একজন দায়িত্বশীল কর্মকর্তার কাছ থেকে এ ধরনের আচরণ পুরোপুরি অগ্রহণযোগ্য।
আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে সাংবাদিক শিহাব উদ্দিনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি দিতে হবে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি।
আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থা
ফেনী ডিস্ট্রিক্ট পরিচালক জনাব আবুল কাশেম ফেনী জেলা শাখা ফেনী এবং
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা
মোহাম্মদ হানিফ (সাংবাদিক)
কো-অডিনেটর
সদর উপজেলা ইনভেস্টেগেশন ব্রাঞ্চ ফেনী।
ফেনী জেলা শাখা।
পক্ষ থেকে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই এবং দোষী ব্যাক্তিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। সে সাথে সাংবাদিকদেরকে নিঃশর্ত মুক্তি দিয়ে মিথ্যা মামলা প্রত্যাহার কর করতে হবে