জিএম আবু জাফর সাতক্ষীরা জেলা প্রতিনিধি : বিটিভি ভবনে হামলা, সাংবাদিক মেহেদী ও তুরাব হত্যা, নারী সাংবাদিকদের উপর পাশবিক নির্যাতন ও কর্মরত সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জুলাই) সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে সাতক্ষীরার সাংবাদিক সমাজের ব্যানারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে দৈনিক কালের চিত্র সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদের সভাপতিত্বে ও মানব জমিনের এসএম বিপ্লবের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক মোজাফফর রহমান, সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা কালিদাস রায়, স্বদেশ পরিচালক মাধব চন্দ্র দত্ত, দেশ টিভির শরীফুল্লাহ কায়সার সুমন, ইন্ডিপেন্ডেন্ট টিভির আবুল কাসেম, ভোরের কাগজের ড. দিলীপ দেব, বণিক বার্তার গোলাম সরোয়ার, বৈশাখী টিভির শামীম পারভেজ, এখন টিভির আহসানুর রহমান রাজীব, সাংবাদিক রবিউল ইসলাম, সাংবাদিক অসীম বরণ চক্রবর্তী, সাতক্ষীরার সকালের আমিরুজ্জামান বাবু, পত্রদূতের আব্দুস সামাদ, বাসসের দিদারুল আলম, ঢাকা টাইমসের হোসেন আলী প্রমুখ।
বক্তারা বলেন, বরাবরই দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের হামলা, মামলা এমনকি হত্যার শিকার হতে হয়। কোটা আন্দোলনকে ঘিরে সৃষ্ট নৈরাজ্যেও শতশত সাংবাদিকের উপর হামলা হয়েছে। দুইজন সাংবাদিক নিহত হয়েছে। বিটিভি ভবনে হামলা ও অগ্নিসংযোগ করে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে। নিঃসন্দেহে এটা ছাত্রদের কাজ নয়। এর সাথে স্বাধীনতাবিরোধী জঙ্গি গোষ্ঠী জড়িত। এদের বিচারের আওতায় আনতে হবে। আহত সাংবাদিকদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.