সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য মানবাধিকার পদক পেলেন সাংবাদিক হাসান মাহমুদ
- আপডেট সময় : ১০:০২:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫ ৬ বার পড়া হয়েছে

মোহাম্মদ হানিফ, স্টাফ রিপোর্টার ফেনী:
ফেনী জেলার তৃণমূল সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য মানবাধিকার পদকে ভূষিত হয়েছেন দৈনিক আজকালের খবর ও জায়যায়দিন মাল্টিমিডিয়া-এর ফেনী প্রতিনিধি এবং পাক্ষিক মসিমেলা পত্রিকার নির্বাহী সম্পাদক সাংবাদিক হাসান মাহমুদ। মানবাধিকার সংরক্ষণ ও বাস্তবায়নে ভূমিকা রাখায় এ সম্মাননা প্রদান করা হয়।
বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বুধবার (১০ ডিসেম্বর) বিকালে ফেনী শহরের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় “মানবাধিকার সংরক্ষণ ও বাস্তবায়নে করণীয়” শীর্ষক জাতীয় সেমিনার। অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির চেয়ারম্যান এম ইব্রাহিম পাটোয়ারি।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য মোহাম্মদ আবুল কাশেম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশিষ্ট সংগঠক কাজী মিজানুর রহমান মিস্টার।
সেমিনারে ফেনী জেলার বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় আমন্ত্রিত অতিথিবৃন্দ অন্যান্য সম্মানিত ব্যক্তিদের সঙ্গে সাংবাদিক হাসান মাহমুদের হাতেও সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
বিশেষজ্ঞরা জানান, তৃণমূল সাংবাদিকতা সমাজ বদলের প্রথম ধাপ। স্থানীয় মানুষের সমস্যার কথা তুলে ধরা এবং উন্নয়নমূলক কার্যক্রম সামনে আনার কারণে হাসান মাহমুদের ভূমিকা দীর্ঘদিন ধরেই প্রশংসিত হয়ে আসছে। তার এই সম্মাননা ফেনী অঞ্চলের সাংবাদিকদের জন্যও প্রেরণা হিসেবে কাজ করবে বলে মনে করেন সহকর্মীরা।
সাংবাদিক হাসান মাহমুদ সম্মাননা পাওয়ার পর বলেন,
“তৃণমূলের মানুষের পক্ষে কথা বলা আমার দায়িত্ব। এই স্বীকৃতি আমাকে আরও দায়িত্বশীল ও সাহসী হওয়ার অনুপ্রেরণা দেবে।”
অনুষ্ঠানের আয়োজকরা জানান, ভবিষ্যতে আরও বড় পরিসরে মানবাধিকারভিত্তিক কর্মসূচি আয়োজন করা হবে এবং সমাজের বিভিন্ন স্তরে গুণী ব্যক্তিদের সম্মাননা প্রদান অব্যাহত থাকবে।



















