সংবাদ শিরোনাম :  
                            
                            সলংগায় ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে নিহত হয়েছেন গৃহবধূ
																
								
							
                                
                              							  প্রতিনিধির নাম									
								
                                
                                - আপডেট সময় : ০৮:৩১:০২ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ ১৩৪ বার পড়া হয়েছে
 

স্টাফ রিপোর্টার:-
সিরাজগঞ্জ এর সলংগায় ট্রাক দুর্ঘটনায় নিহত হয়েছেন গৃহবধু।রবিবার বিকাল ৪ঘটিকার সময় হাটিকুমরুল পাবনা মহাসড়কের চরিয়া উত্তর পাড়া বিগিন টাওয়ার নামক স্থানে অজ্ঞাত ট্রাকের ধাক্কায় নিহত হয়েছন ২ সন্তানের জননী আকলিমা (৩২) নামের একগৃহবধু।নিহত আকলিমা নলছিয়া দক্ষিনপাড়া গ্রামের মোঃ শরীফুল ইসলামের স্ত্রী৷ শরিফুল ইসলাম ও তার স্ত্রী আকলিমা হাটিকুমরুল শাখার অধিনস্থ গাক নামক এনজিও থেকে টাকা নিয়ে সাইকেলে করে ফেরার সময় চড়িয়া গ্রামের বিগিন টাওয়ার নামক স্থানে ট্রাকের ধাক্কায় আকলিমা খাতুন পড়ে গেলে তৎক্ষনাৎ টাকের চাকায় পৃষ্ঠ্য হয়ে ঘটনা স্থলেই মারা যান৷
এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত (ওসি) এম এ ওয়াদুদ
বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটি চাপা দিয়েই ঘটনাস্থলে থেকে পালিয়ে যায়৷
																			
										


















