সংবাদ শিরোনাম :
সর্বনিম্ন কত টাকা থাকলে যাকাত দিতে হবে

বোরহান উদ্দিন
- আপডেট সময় : ১০:৩৭:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫ ৪১ বার পড়া হয়েছে

সাড়ে সাত তোলা সোনা অথবা সাড়ে বায়ান্ন তোলা রূপা অথবা এর সমতুল্য সম্পদ অথবা এর সমতুল্য টাকা হলো যাকাতের নিসাবের পরিমাণ। রূপার নিসাবে (এক লক্ষ ত্রিশ হাজার টাকা থাকলে) টাকার যাকাত দেওয়া সুন্নাতে মুয়াক্কাদাহ এবং সোনার নিসাবে (এগারো লক্ষ টাকা থাকলে) টাকার যাকাত দেওয়া ফরজ[১]। যাকাতের নিসাব পরিমাণ সম্পদ কোনো মুসলমানের নিকট যদি চাঁদের হিসাবে পূর্ণ এক হিজরী বছর অর্থাৎ ৩৫৪ দিন সময়কাল ধরে অতিক্রম করে পূর্ণ মালিকানা ভূক্ত থাকে তাহলে ঐ মুসলমানের জন্য মোট যাকাত যোগ্য সম্পদের থেকে চল্লিশ ভাগের এক ভাগ সম্পদ অর্থাৎ আড়াই শতাংশ হারে যাকাত যোগ্য সম্পদের যাকাত দেওয়া ফরজ[১]।