জিএমআবু জাফর (নিজস্ব প্রতিনিধি) সাতক্ষীরায় সরকারি কাজে বাধা প্রদান ও চাদা দাবি, এক পর্যায়ে কাজ বন্ধ সহ কয়েক জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের। অভিযোগ সূত্রে জানাযায় সাতক্ষীরা সার্কিট হাউজ এর সামনে হতে রসুলপুর টু কাথন্দা বাজার (ভায়া) পায়রা ডাঙ্গা বাজার পযর্ন্ত আর এন্ড এইচ( রোডস্) ২ কিলো,১০ মিটার রাস্তা, যার বরাদ্দ ২ কোটি ২১ লক্ষ টাকা।
উক্ত কাজ সরকারি টেন্ডার এর মাধ্যমে কাজটি সংষ্কারের ঠিকাদারি দায়িত্ব পান জাকাউল্লাহ এন্ড ব্রাদাস সম্প্রতি উক্ত কাজের অধিকাংশ কাজ শেষ পর্যায়ে এসে বকচরা গ্রামের কয়েক জন ব্যাক্তি প্রকাশ্যে কাজে বাধা দেয় এবং মোটা অংকের চাদা দাবি করে। কন্টক্তার চাদা দিতে অশিক্রিতি জানালে ঐ এলাকার আমিরুল ইসলাম, ফারুক হোসেন, আঃ বারী, আঃ সামাদসহ হাফিজুল এর নেতৃত্বে কয়েক দিন পূর্বে হামলা চালায়। এক পর্যায় কর্মরত কর্মচারী ও সরকারি লোকজন প্রাণ ভয়ে কাজের স্থল থেকে পালিয়ে এসে প্রাণে রক্ষা পায়।
উক্ত বিষয়ে সাতক্ষীরা সদর উপজেলা প্রকৌশলী ইয়াকুব আলী এ প্রতিবেদক কে বলেন আমরা বকচরা গ্রামের কয়েক জন লোক আমাদের উপর দেশিও অস্ত্র ও লাঠি নিয়ে হামলা করে। সেই কারণে সরকারের উন্নয়ন মূলক কাজ সঠিক সময়ে করতে পারছি না যার কারণে ঠিকাদার কতৃপক্ষ সাতক্ষীরা সদর থানায় উল্লেখিত ব্যাক্তিদের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি সদর উপজেলা নির্বাহী অফিসার এর নলেজে দেয়া হয়েছে।
সার্বিক বিষয়ে কথা হয় সাতক্ষীরা উপজেলা নির্বাহী অফিসার এর সঙ্গে তিনি বলেন যেহেতু সরকারের উন্নয়ন মূলক ও জনসাধারণের উপকারের জন্য তাই আমি সাতক্ষীরা সদর থানায় লিখিত কমপ্লেন করেছি এবং যে বা যাহারা সরকারি কাজে বাধা দিবে তাদেরকে আইনের আওতায় আনতে হবে শুধু তাই নয় বিষয়টি সাতক্ষীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপার এর অবগত করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.