স্টাপ রিপোর্টার মঠবাড়ীয়া পিরোজপুর;জুলাই আন্দেলন ২৪ ছিল ফ্যাসিষ্ট দোসরদের কবর রচনা করে নুতন বাংলাদেশ গড়া।যার জন্য এই আন্দলনে প্রান দিয়েছেন হাজার ছাত্র,জনতা। আর এই আন্দোলন ৫২,৬৯,৭১,৯০ এর আন্দোলনের চপশে ছিল তাৎপর্যপুর্ন।তার অর্থ এই নয় ঐ দোষরা বিভিন্ন রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় বা সুপারিশে বিগত ১৬ বছরের সমান সুযোগ সুবিধা হাতিয়ে নিবে।কিন্তু কো না না কোন কারনে ব্যার্থতায় পর্যবাসিত হতে চলছে জুলাইয়ের স্বপ্ন। পিরোজপুরের মঠবাড়ীয়া উপজেলার ফ্যাসিষ্ট দোসররা আমলাদের অথবা কোন না রাজনৈতিক দলের ছত্রছায়ায় এই সুযোগ হাতিয়ে নিচ্ছে সকল সুযোগ সুবিধা।সন্ত্রাসী কোন দলের নয়।যেই সরকার আসুক না কেন সন্ত্রাসী বা অন্যায়কারী সুযোগ সন্ধানীীরা ঐ দলে প্রবেশ করে দলের সুনাম বিনষ্ট করে।
উল্লেখ্য যে সাপলেজা ইউনিয়নের এতিম খানা ৭/৮ টি।এর ভিতর একটি হল ওলামা লীগের সভাপতি মাও মর্তুজা বিল্লাহর।সাপলেজা হাসান হোসাইন এতিম খানা।আর একটি হল নলী ওয়ার্ডের ফ্যাসিস্ট সরকার বিগত ফ্যাসিষ্ট এর আমলে লাভবান ব্যাক্তি জসিম কন্টাকটারের এতিম খানা।এই দুইটি মাদ্রাসায় জিআর এর চাল পেয়েছে।ইট সলিং রাস্তা পেয়েছে।
বাকীরা হয়তো বিএনপি,নয়তো জামাত করে বিধায় তারা অনুদান থেকে বঞ্চিত।
এটা স্পষ্ট যে ফ্যাসিষ্ট দেশ থেকে পালায় নি বরংচ তারা আরও শক্তিশালী হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.