রাসেল হোসেন,ঝিনাইদহ প্রতিনিধি:সব কিছুতে সরকারের দিকে তাকিয়ে থাকার দরকার নেই বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। বুধবার সকালে ঝিনাইদহের শৈলকুপা সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠের মাটি ভরাট নিয়ে এমন কথা বলেন তিনি।
বিদ্যালয়টির সাবেক শিক্ষক আতিয়ার রহমান স্মৃতিছায়া কর্নার উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘সরকারি বরাদ্দের দিকে তাকিয়ে থাকতে হবে কেন? আপনারা বলছেন, স্কুলে মাটি ভরাটের প্রয়োজন। স্কুল কর্তৃপক্ষ সকল অভিভাবকদের ডাকেন। আমিও থাকবো। ১২শ অভিভাবক যদি একদিন মাটি কাটি, তাহলে শিক্ষার্থীদের আর কোনো সমস্যা থাকবে না।
অন্যের দিকে তাকিয়ে থাকার প্রবণতা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে মো. আসাদুজ্জামান আরও বলেন, ‘বিদেশে কোনো বাড়ির সামনে নোংরা থাকলে সেই বাড়ির মালিকের জরিমানা গুনতে হয়। অথচ অল্প একটু কাজের জন্য আমাদের বছরের পর বছর সরকারের দিকে তাকিয়ে থাকতে হয়। শিক্ষকদের খেয়াল রাখতে হবে, আতিয়ার রহমান স্মৃতিছায়া যেন বাজে আড্ডার জায়গা না হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহিদুল ইসলাম, সাবেক সহকারী প্রধান শিক্ষক এসএম কোবাদ আলী, উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, ব্যাংকার ফরহাদ হোসেন, ফজলুর রহমান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.