
বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি হয়েছেন মঞ্জুলাল দে, নির্বাহী সভাপতির দায়িত্ব পেয়েছেন মো. কামরুল হাছান এবং মহা সম্পাদক হয়েছেন এ টি এম মনিরুজ্জামান। শনিবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ত্রিবার্ষিক সম্মেলনে ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। এছাড়াও জ্যেষ্ঠ সহসভাপতি-১ আবুল কালাম আজাদ, জ্যেষ্ঠ সহ-সভাপতি-২ মো. আব্দুল মান্নান, জ্যেষ্ঠ যুগ্ম মহা সম্পাদক শাইরুল ইশতিয়াক সাকিব, সাংগঠনিক সম্পাদক এনামুল হক তপন দায়িত্ব পেয়েছেন।
ত্রিবার্ষিক সম্মেলন থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদ দশম গ্রেড ও প্রধান শিক্ষক পদ নবম গ্রেডে উন্নীতকরণসহ ৫ দফা দাবি জানানো হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে- সহকারী শিক্ষক এনট্রি পদ ধরে বিভাগীয় উচ্চ পদগুলোতে শতভাগ পদোন্নতির মাধ্যমে পূরণ করা। নিয়োগের তারিখ থেকে ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেডে বেতন প্রদানে জটিলতা নিরসন করা। অন্যান্য সরকারি কর্মচারীদের মতো আর্থিক সুযোগসুবিধা সমতাকরণ।
এদিন ‘মানসম্মত প্রাথমিক শিক্ষা ও শিক্ষকদের পেশাগত মান উন্নয়নে সরকারি প্রাথমিক শিক্ষকদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। সমিতির সাবেক নির্বাহী সভাপতি মো. জাহিদুর রহমান বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির প্রান্তিক জনশক্তি বিষয়ক সহ-সম্পাদক অ্যাডভোকেট অপর্ণা রায় দাস, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফারুক আহম্মদ।
অ্যাডভোকেট অপর্ণা রায় দাস বলেন, প্রাথমিকের শিক্ষকদের জীবনমান উন্নয়নে সরকারের আরও সচেষ্ট হওয়া উচিত বলে মনে করি, যে ৫ দফার কথা এখানে বলা হয়েছে এগুলো যৌক্তিক। জাতি গঠনে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অবদান তাৎপর্যপূর্ণ।
ড. ফারুক আহম্মদ বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতনভাতা অন্যান্য দেশে অনেক বেশি। আমাদের দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের এত কম পয়সা দেওয়া হয়, এটি গ্রহণযোগ্য নয়। তাদের উন্নত প্রশিক্ষণ প্রয়োজন।
এছাড়াও সাবেক সংগঠনিক সম্পাদক মো. এনামুল হক তপন ও সহ মহিলা বিষয়ক সম্পাদক শারমিন সুলতানার সঞ্চলনায় আরও বক্তব্য রাখেন সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মঞ্জু লাল দে, সাবেক মহা সম্পাদক আনোয়ার হোসেন ভুঞা, সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. কামরুল হাছান, সাবেক সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সাবেক সহ-সভাপতি রুহেনা আক্তার খানম, সাবেক সিনিয়র যুগ্ম মহা-সম্পাদক এটিএম মনিরুজ্জামান, সাবেক যুগ্ম মহা-সম্পাদক শাহাদাত কবির, সাবেক সহ-কাব বিয়ষক সম্পাদক মো. ফয়ছল আল-কয়েছ চৌধুরী এবং সাবেক কার্য নির্বাহী সদস্য শাহরুখ ইশতিয়াক সাকিবসহ বিভিন্ন জেলা কমিটির নেতারা।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.