মোঃ মহাসিন, খুলনা বিভাগীয়, প্রতিনিধি:সাতক্ষীরার কালীগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর ২০২৫) বিকাল ৫টায় কাটুনিয়া রাজবাড়ী গোবিন্দজিউ মন্দির সংলগ্ন মাঠ প্রাঙ্গণে বাংলাদেশ জামায়াতে ইসলামী রতনপুর ইউনিয়ন শাখার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন গণেশ চন্দ্র স্বর্ণকার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কালীগঞ্জ উপজেলা আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, উপজেলা শুরা ও কর্ম পরিষদ সদস্য ড. মিজানুর রহমান,জামায়াতে ইসলামী রতনপুর ইউনিয়ন আমীর ক্বারী আফতাবুজ্জামান, সেক্রেটারি মাওলানা মোশারফ হোসেন,রতনপুর ইউনিয়নের জামায়াতের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক ও রোমানিয়া প্রবাসী শেখ আলমগীর হোসেন।সাবেক আমির আজিজুর রহমান,পেশাজীবী সংগঠনের আবদুল্লাহ, সেক্রেটারি আবুল বাশার, মাওলানা আবু বক্কার সিদ্দিকী,প্রভাষক ও ডা.প্রণব কুমার ঘোষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সন্দ্বীপ, সভার শুরুতে গীতা পাঠ করেন গোবিন্দ মন্ডল। সভায় আরও উপস্থিত ছিলেন রতনপুর ইউনিয়ন পরিষদের সদস্য পরেশ চন্দ্র মিস্ত্রি,সুমন আহমেদ, আবুল কালাম আজাদ,সুবেন্দ্র কুমার মন্ডল, ললিতা মন্ডলসহ হিন্দু সম্প্রদায়ের নেতা সুপেন্দ্র নাথ মন্ডল, কানাইলাল মন্ডল,শিবু সরকার, বাবু সরকার, সত্য সরকার, শম্ভু সরকার, স্বপন সরকার, ষষ্ঠী সরকারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তারা বলেন" বাংলাদেশের ঐতিহ্য হলো সাম্প্রদায়িক সম্প্রীতি। শত শত বছর ধরে ভিন্ন ধর্ম ও ভিন্ন মতাবলম্বীরা এখানে মিলেমিশে বসবাস করে আসছে। ধর্ম যার যার, রাষ্ট্র সবার—এই চেতনা ধারণ করেই শান্তিপূর্ণ ও উন্নত সমাজ গঠন করতে হবে।” তারা আরও বলেন, সমাজের প্রতিটি স্তরে ধর্মীয় সহনশীলতা, মানবিক মূল্যবোধ ও নৈতিকতার চর্চা বৃদ্ধি করতে হবে। তাহলেই সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও সোনার বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।সভায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বী, মুসলিম সম্প্রদায় ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.