নিজস্ব প্রতিবেদকঃ
রাউজান উপজেলার ঢেউয়াপাড়া গ্রামে এক বর্ণাঢ্য জীবনের অবসান ঘটেছে। সমাজসেবায় নিয়োজিত, পুজ্য ব্রাহ্মণ ও উদারচিত্তের অধিকারী সমীর চক্রবর্তী (৭৫) আর নেই। ২৮ জুলাই সোমবার সন্ধ্যা ৭টায় চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
সমীর চক্রবর্তী ছিলেন ঢেউয়াপাড়া উদয়াচল সংসদ এবং রাউজান শ্রী শ্রী জগন্নাথ সেবাশ্রম পরিচালনা পরিষদের উপদেষ্টা। মৃত্যুকালে তিনি তিন পুত্রসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে ঢেউয়াপাড়া গ্রামে নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্থানীয় বিভিন্ন সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
রাউজান শ্রী শ্রী জগন্নাথ সেবাশ্রম পরিচালনা পরিষদের সভাপতি দীলিপ কুমার চক্রবর্তী ও সাধারণ সম্পাদক টিপু কান্তি দে, উদয়াচল সংসদের সভাপতি শংকর দে ও সাধারণ সম্পাদক দিবাকর বোস বাবু শোকবার্তায় বলেন, “সমীর চক্রবর্তী ছিলেন আমাদের সমাজের বাতিঘরস্বরূপ। তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।”
এছাড়াও গভীর শোক প্রকাশ করেছেন রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রবীণ সাংবাদিক প্রদীপ শীল। তিনি প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সমীর চক্রবর্তীর প্রস্থান শুধু তাঁর পরিবারের জন্যই নয়, পুরো এলাকার জন্য এক অপূরণীয় ক্ষতি। সমাজসেবায় তাঁর অবদান আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে রাউজানবাসী।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.