মোঃ সজিব সরদার,স্টাফ রিপোর্টার;“সবার আগে সবার জন্য পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে হবে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব খাদ্য দিবস ২০২৫।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স অনুষদের উদ্যোগে অনুষদের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কৃষি অনুষদের সভাকক্ষে কেক কাটা ও সেমিনারের আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে দিনব্যাপী জনসচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে এনথ্রোপোমেট্রিক মাপজোক ও স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান। তিনি বলেন,“ক্ষুধামুক্ত বাংলাদেশ গঠনে সবার আগে সবার জন্য পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে হবে। টেকসই কৃষি ও খাদ্য উৎপাদনের মাধ্যমে এমন একটি সমাজ গড়ে তুলতে হবে, যেখানে কেউ ক্ষুধার্ত থাকবে না। একই সঙ্গে খাবারের প্রতি সচেতনতা বাড়াতে হবে—যেন আমরা প্রয়োজনীয়টুকুই গ্রহণ করি, অপচয় না করি।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা ও এফবিএ অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ সুজাহাঙ্গীর কবির সরকার, ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট অনুষদের ডিন অধ্যাপক মোঃ জামাল হোসেন, নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক শহিদুল ইসলাম, পটুয়াখালী জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ আবু রায়হান, সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, মেহেদী হাসান মিঠু, সুমাইয়া শাহরিন ও প্রভাষক মোহিব্বুল্লাহ রুবেল প্রমুখ ।
সেমিনার পরিচালনা করেন কমিউনিটি হেলথ অ্যান্ড হাইজিন বিভাগের চেয়ারম্যান সুজন কান্তি মালী।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.