সংবাদ শিরোনাম :
সবসময় ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে খুলনা দাকোপ উপজেলাধীন ভেড়ীবাঁধ

নিজেস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ১১:২৩:১৩ অপরাহ্ন, সোমবার, ২৭ মে ২০২৪ ১২৭ বার পড়া হয়েছে

পল্লব স্বর্ণকার -স্টাফ রিপোর্টার খুলনা।
বন্য উপদ্রুত ও ঘূর্ণিঝড় প্রবন এলাকায় টেকসই ভেড়ীবাঁধ নির্মানে সরাসরি মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাই।
খুলনা দাকোপ উপজেলাধীন ভেড়ীবাঁধটি সর্বদা বেহাল দশায় থাকে।যা মেরামত করা হয় যা একটু বেশী পানি হলেই ভেসে যায় এবং আশেপাশের এলাকাগুলো প্লাবিত হয়।
উক্ত এলাকার সাধারণ মানুষের কথা তুলে ধরা হলো:-
এমপি সাহেবদের বরাদ্দ দিলে সেই বরাদ্দের সিংহভাগ নির্বাচনী খরচ তুলতে ও আখের গোছাতে ব্যয় হয়। এটা হলো লাভজনক ও প্রত্যাশিত সেই প্রকল্প সুতরাং রোজ কেয়ামত পর্যন্ত এই এলাকার মানুষের দুর্ভোগ লাঘবের কোন স্থায়ী সমাধান হবে না। পদ্মা সেতু,মেট্রোরেল,কর্ণফুলী টানেল ইত্যাদি আপনার হস্তক্ষেপে সম্পন্ন হলে এটাও সম্ভব বলে দক্ষিনাঞ্চলবাসী মনে করেন। আর নয় সুভংকরের ফাঁকি। জয় হোক মানবতার।