
মিলন বৈদ্য শুভ,(চট্টগ্রাম)''পরিশুদ্ধ কর্ম,ধর্মানুশীলন, পরমেশ্বর গোবিন্দের অপাকৃত জ্ঞানবাণী শ্রীগীতার পবিত্র জ্ঞানের আলোচ্ছটায় মানব জীবন হয় শাশ্বত,অমৃত ও উন্নত। দুর্লব মনুষ্য জন্মকে দেবত্বে উন্নীত করতে হলে প্রয়োজন শুদ্ধ সাধনা,যোগচর্চা ও মানবিক চরিত্রের পরিস্ফুটন। সত্যাচরণ ও মহত্ত্বতার চর্চা মানুষকে আলোকিত হতে সহযোগিতা করে।''
গত ৮ অক্টোবর রোজ বুধবার
পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি জেলার অন্তর্গত ঐতিহ্যবাহী প্রাকৃতিক নিসর্গ কাপ্তাই উপজেলাধীন লকগেইট শ্রীশ্রীজয়কালী মন্দিরে মন্দির কার্যকরী পরিষদের সহ-সভাপতি বিশিষ্ট ব্যাবসায়ী রতন সেন ও উপদেষ্টা কাঞ্চন সেনের মাতৃদেবী স্বধর্মসেবী নিত্যধামগতা মৃদুলা সেনের পারলৌকিক ক্রিয়া উপলক্ষে আয়োজিত পবিত্র গীতাপাঠ ও স্মরণ সভানুষ্ঠানে বক্তারা এই মন্তব্য করেন।
কাপ্তাই জয়কালী মন্দিরের সভাপতি প্রশান্ত ধরের সভাপতিত্বে ও কাপ্তাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাংবাদিক ঝুলন দত্তের অনিন্দ্য সুন্দর সঞ্চালনে অনুষ্ঠিত গীতাপাঠ,
পূজার্চ্চনা,পারলৌকিক ক্রিয়া,
শাকান্নভোজন ও স্মরণ সভানুষ্ঠানে আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন জয়কালী মন্দিরের প্রধান পৌরহিত পিন্টু চক্রবর্তী।
সমগ্র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান,বিশিষ্ট রাজনীতিক ব্যক্তিত্ব ও সমাজ অনুভাবক জনাব দিলদার হোসেন।
প্রধান ধর্মীয় আলোচক হিসেবে উপস্থিত থেকে মহাপবিত্র শ্রীমদ্ভগবদ্গীতামৃত,ভক্তিগীতি ও তত্ত্বালোচনা পরিবেশন করেন বাংলাদেশ জাতীয় মাতৃভক্তি উদযাপন পরিষদের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক,
বিশিষ্ট চণ্ডী ও গীতামৃত পরিবেশক,বহুমাত্রিক মেধার সামষ্টিক ব্যক্তিত্ব গীতানুধ্যায়ী ডাঃ শ্রী সুপণ বিশ্বাস শঙ্করেশ।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কাপ্তাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক সংগঠক প্রিয়তোষ ধর পিন্টু কাপ্তাই জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি সমলেন্দু বিকাশ দাশ,
বেতার ও টিভি শিল্পী মোহাম্মদ রফিক প্রমুখ।
শুভম্ মিউজিক্যাল গ্রুপের পরিচালনায় অনুষ্ঠানে ভক্তিগীতি ও প্রার্থনাপাঠ পরিবেশন করেন বিশিষ্ট কন্ঠশিল্পী পঙ্কজ বণিক,
প্রধান শিক্ষিকা মণীষা সেন,চৈতী সেন,লিপি দাশ,জয় সেন,জয়া সেন,ওম্ বিশ্বাস ও শাশ্বত বিশ্বাস ধ্রুব।সমগ্র অনুষ্ঠানে কাপ্তাই নতুন বাজার ব্যাবসায়ী সমিতি,কাপ্তাই উপজেলা পূজা উদযাপন পরিষদ,কাপ্তাই উপজেলা জন্মাষ্টমী পরিষদ,কাপ্তাই শিল্পকলা একাডেমী,কাপ্তাই সাংস্কৃতিক একাডেমী,কাপ্তাই প্রেস ক্লাব,কৃষ্ণ ভাবনামৃত সংঘ,
রাঙ্গুনিয়া কেন্দ্রীয় রাসবিহারী ধাম ও কাপ্তাই গীতা বিদ্যাপীঠের বিভিন্ন কর্মকর্তা সহ দূর দূরান্ত হতে পাহাড়ি বাঙালি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং কৃষ্ণগত প্রাণ বহুভক্তের সমাগম ঘটে। সমগ্র অনুষ্ঠানে যন্ত্রাংশে সংগত করেন শুভম্ মিউজিক্যাল গ্রুপের প্রতিভাবান যন্ত্রশিল্পীবৃন্দ।বহুমাত্রিক আনুষ্ঠানিকতায় মুখরিত মৃদুলা সেনের পারলৌকিক ক্রিয়া,গীতাপাঠ ও স্মরণসভানুষ্ঠান ছিলো সত্যিকার অর্থে সকলের জন্যে শিক্ষনীয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.