*সড়ক_দুর্ঘটনা কোটচাঁদপুরে ট্রেনে কাটা পড়ে সপ্তম শ্রেণীর ছাত্রে'র মৃত্যু*
ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রেনে কাটা পড়ে ফাহাদ হোসেন (১৪) নামে এক স্কুল শিক্ষার্থী মৃত্যু হয়েছে।(২৮-০২২০২৪) বুধবার সকাল আনুমানিক সাড়ে ৯ টার দিকে ৫নং এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গিয়ারপোতা গ্রামের রেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে।
নিহত ফাহাদ হোসেন ওই গ্রামের কুয়েত প্রবাসী আব্দুস সামাদ সর্দারের পুত্র।নিহত ফাহাদ এলাঙ্গী মফেজ উদ্দীন মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র ছিল।স্থানীয়রা জানায়, সকালে ওই স্কুলছাত্র মোটরসাইকেলযোগে বাড়ি থেকে গ্রামের মাঠে ভুট্টার পাতা আনতে যাচ্ছিলো।পথে রেলক্রসিংয়ে পৌঁছালে খুলনা থেকে চিলাহাটীগামী রুপসা-৭২৭ নং ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ সময় মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে গিয়ে ১০ থেকে ১৫ গজ দূরে পড়ে থাকতে দেখা যায়।
যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শহিদুল ইসলাম বলেন, ট্রেনের ধাক্কায়এক স্কুলছাত্র মারা গেছে বলে আমরা শুনেছি।
লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.